আমাদের কথা খুঁজে নিন

   

কন্যাকে লোকসভায় টিকিট দিয়ে দলীয় বিদ্রোহের সামনে লালু

নিজের মেয়েকে লোকসভা ভোটে টিকিট দেওয়ায় দলে বিদ্রোহের মুখে পড়লেন লালুপ্রসাদ যাদব। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) অন্তত চারজন প্রভাবশালী নেতা বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। ফলে ভোটের আগেভাগে বিপাকে পড়ে গেলেন লালুপ্রসাদ।

জানা যায়, বিহারে ৪০টি লোকসভা আসন। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় ২৭টি আসনে আরজেডির লড়াই করবে এমনটাই ঠিক হয়।

বাকি ১৩টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। সেই অনুযায়ী, প্রথম দফায় ২৫ জনের নাম ঘোষণা করার সময় পাটলিপুত্র আসনে লালুপ্রসাদ যাদব টিকিট দেন নিজের মেয়ে মিসা যাদবকে।

এদিকে, লালুর দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং বর্তমানে রাজ্যসভার সংসদ সদস্য রামকৃপাল যাদব পাটলিপুত্র আসনে টিকিট প্রত্যাশী ছিলেন। তিনি অভিযোগ করেন, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পালন করা হয়নি। দল ছাড়ার কথা ঘোষণা দিয়েই তিনি চলে যান দিল্লি।

তারপরই হাওয়ায় বেসে বেড়াচ্ছে খবরটি। আর তা হলো বিজেপিতে যোগ দিচ্ছেন রামকৃপাল। বিজেপি নাকি তাকে পাটলিপুত্র আসন থেকে দাঁড় করাবে।

প্রসঙ্গত, স্ত্রীকেও লোকসভা ভোটে প্রার্থী করেছেন লালুপ্রসাদ যাদব। রাবড়িদেবী লড়বেন সরন আসন থেকে।

এখান থেকেই ২০০৯ সালের লোকসভা ভোটে জিতেছিলেন লালুপ্রসাদ যাদব। কিন্তু পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায় এবং এবার তিনি ভোটেও লড়তে পারবেন না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.