আমাদের কথা খুঁজে নিন

   

গতকাল ‌'শয়তানের বাক্স'এ ঢুকে পড়েছিলেন চরমোনাইর পীর



টেলিভিশনকে শয়তানের বাক্স বলে ঘোষণা দিয়েছিলেন চরমোনাইর পীর । এবং তার অনুসারী সহ মুসলমানদের এই বাক্স না দেখার কঠোর নির্দেশ দিয়েছিলেন তিনি। অথচ.... গতকাল সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (শয়তানের বাক্স) এ জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমেনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। বর্তমান পীরের পিতা চরমোনাই পীর মাওলানা সৈয়দ মো. ফজলুল করিম আশির দশকের সূচনালগ্নে একটি ইসলামী মাহফিলে টেলিভিশনকে শয়তানের বাক্স হিসেবে আখ্যা দিয়ে তা না দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে পীরের লাখো মুরিদ ও দলীয় সদস্য এই নির্দেশ অরে অরে পালন করতে গিয়ে পরিবারের সদস্যদের জন্যও বাড়িতে টেলিভিশন রাখেন না।

ফলে পরিবারের সদস্যরাও টেলিভিশন দেখা থেকে বঞ্চিত হন। তবে তারা দলীয় কর্মসূচির সংবাদ প্রচারের জন্য ইদানিং টেলিভিনের কাছে রিপোর্টার ও ক্যামেরাম্যান চেয়ে আবেদন করেন। কিন্তু তবুও তারা টেলিভিশন দেখেন না। পীরের মুরিদ ও দলীয় সদস্য নন এমন পরিচিত ব্যক্তির কাছে কোন টেলিভিশন কিভাবে ও কতটুকু সংবাদ প্রচার করেছেন তা তারা টেলিফোনে বা দেখা করে জেনে নেন। ইসলামী দলগুলো নারী নেতৃত্ব হারাম বললেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কারণে গত অক্টোবরে অন্যান্য ইসলামী দলের মতো তারাও সে অবস্থান থেকে সরে আসে।

অথচ নারী নেতৃত্ববিরোধী অবস্থানের কারণে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত গত ২ দশকের মধ্যে শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন কোনো জোটে শরিক হয়নি। শুধু তাই নয়, গত ২১ এপ্রিল সোমবার দলটির সঙ্গে সরকার প্রাক সংলাপের জন্য এসএমএস পাঠালে দলের নেতারা জানিয়ে দেন, বৈঠকে কোনো মহিলা উপদেষ্টা উপস্থিত থাকলে তারা অংশ নেবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।