আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়ন বরাদ্দ ফিরে পেল জগন্নাথ

বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্নয়ন কাজেও গতি ফিরেছে। দ্রুত কাজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় চার বছর আটকে থাকার পর বরাদ্দকৃত টাকা ছাড় করা হচ্ছে। ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১০০ কোটি টাকা থেকে ৪৫ কোটি টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। আগামীকালই শুরু হচ্ছে ভবন সম্প্রসারণ কাজ।

একই সঙ্গে নতুন হল নির্মাণের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে জমি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে ছাত্রী হল নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটি ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের বৈঠকে নতুন একাডেমিক ভবনের ৭ম থেকে ১৬তম তলা পর্যন্ত নির্মাণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বি বিল্ডার্স ইঞ্জিনিয়ার অ্যান্ড দেশ উন্নয়ন লিমিটেডে’র নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল এই নির্মাণ কাজ উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। জানা গেছে, নতুন একাডেমিক ভবন সম্প্রসারণের জন্য প্রথম টেন্ডার আহ্বান করা হয়েছিল ২০১১ সালের ১৫ ডিসেম্বর।

এরপর ছয় দফায় দরপত্র আহ্বান করা হলেও বিভিন্ন কারণে তা বাতিল হয়ে যায়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘসূত্রতার পর নতুন ভবনের ঊর্ধ্বমুখী কাজ শুরু হচ্ছে। দু-চার দিনের মধ্যেই ছাত্রী হলের টেন্ডার আহ্বান করা হবে। নতুন হল নির্মাণে জমি কেনার জন্য আগামী সিন্ডিকেটে ক্রয় সংক্রান্ত কমিটি গঠন করা হবে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।