আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়াকে ফের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টা রাশিয়ার সঙ্গে কূটনীতির দরজা বন্ধ করে দেবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ দাবি করে অঞ্চলটিতে রুশ সেনা সংখ্যা না বাড়ানোর জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভকে বলেছেন। টেলিফোনে ল্যাভরভের সঙ্গে কথা বলেন কেরি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ফোনালাপে কেরি বলেন, ইউক্রেনের ক্রিমিয়া বা অন্য কোথাও সেনা মোতায়েন করা ও উসকানি দেওয়া অব্যাহত রাখলে এবং ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে কূটনীতিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ হারাবে রাশিয়া। এর আগে ইউক্রেনের সংকট গভীর হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইউরোপের গুরুত্বপূর্ণ মিত্ররা। এদিকে ক্রিমিয়ার শহর সেভাস্তোপোলে ইউক্রেনপন্থিদের ওপর হামলা চালিয়েছে রুশপন্থিরা। ক্রিমিয়ায় রুশ সেনা ও তাদের মিত্রবাহিনী এ অঞ্চলের নিয়ন্ত্রণে নিয়েছে। ক্রিমিয়ায় নিরস্ত্র আন্তর্জাতিক পরিদর্শকদের একটি দল ও ইউক্রেনের একটি পর্যবেক্ষণ বিমানকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়েছে। এতে করে দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই)-এর পরিদর্শক দল ক্রিমিয়ায় প্রবেশ না করে ফিরে গেছে। ক্রিমিয়ার আর্মিনাস্কের ওই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ওএসসিই। এটি নিয়ে তৃতীয়বারের মতো রুশপন্থি সেনাদের নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ায় প্রবেশ করার মুখে ফিরে গেল ওএসসিইর পরিদর্শকরা। ক্রিমিয়া উপদ্বীপে নিজ সামরিক অবস্থান আরও সংহত করেছে রাশিয়া। অপরদিকে, রুশপন্থি ক্রিমিয়া কর্তৃপক্ষ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগদান নিয়ে ১৬ মার্চ গণভোট আয়োজন করতে যাচ্ছে। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.