আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্ধান্তহীনতায় বিসিবি

i`m what i`m. চার দিক থেকে সমালোচনার ঢেউ আছড়ে পড়ছে বিসিবিতে। যদিও দেশের এক নম্বর পত্রিকার পাঠক `পোলের' পরিসংখ্যানের দিকে তাকালে বোর্ডের পক্ষে সিদ্ধান্ত নেয়া কঠিন কোন ব্যাপার হতো না। পঞ্চাশ ভাগেরও বেশি পাঠক মত দিয়েছেন বাংলাদেশ দলের পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে। আসলে কারা এই মত দিয়েছেন, আর কেনো দিয়েছেন তা নিয়ে প্রশ্ন যে কেউ চাইলেই তুলতে পারে। উঠতে পারে পাঠক পোলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন।

কিন্তু বিসিবি উত্তর খুঁজতে খুঁজতে হয়রান। ১১ জানুয়ারি চারদিনের সফরে বাংলাদেশ দলের আসলেই যাওয়া হবে কি না সেটা নিয়ে বেশ বিপদে বিসিবি। যদিও আজ বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন খুবই সংবেদনশীল বিষয়ে এ মূহূর্তে কোন মন্তব্য করা নিরাপদ নয়। রবিবার অ্যাডহক কমিটির অন্যদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। সঙ্গে এও বলেছেন, পাকিস্তান সফর নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বেশ গভীর ভাবে ভাবছে।

যার মানেটা পরিষ্কার , এখনো অথৈ সাগরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেউ দায়িত্ব নিতে চাইছে না। যদি কিছু হয় তবে দায়ভার চাপানোর জন্য বোর্ড আছে। বোর্ড আছে বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামালের পিসিবিকে দেয়া প্রতিশ্রুতির চাপে। মোটামুটি নাজমুল হাসানদের এখন স্যান্ডউইচ হবার যোগাড়।

সরকারের উচ্চমহলও নাকি খুব সন্তুষ্ট নয় এই সফরের ব্যাপারে। ভাবছি বিসিবির এমন দশার দিনে, সমালোচনার তোড়ে ভাসতে ভাসতে সিদ্ধান্তটা `না' হওয়ার দিকেই ঝুঁকতে যাচ্ছে বিসিবি। কিন্তু কথা হচ্ছে বিপিএলের অর্থ লগ্নীর যে বিশাল অংকের ঝুঁকির কথা বলছে সংশ্লিষ্টরা, তারা টানাপোড়েনে না জানুয়ারির জায়গায় অন্য সময় বেছে নেয়ার বর্মটা আপাতত সবার সামনে আনা হয়! সোজা হিসাব ক্রিকেটারদের জীবন নিয়ে কোন ছাড় দেয়া উচিৎ নয়। আর বাঁকা হিসাব, ক্রিকেট শুধু মাঠে খেলা হয় না, হয় টেবিলেও। ওখানে জেতার মত অবস্থায় আপাতত নেই বিসিবি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.