আমাদের কথা খুঁজে নিন

   

দীপিকার কাছে গুরুত্বপূর্ণ প্রেম

প্রাক্তন প্রেমিক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টানার পরও বেশ কয়েকজন সহ-অভিনেতার সঙ্গে দীপিকাকে জড়িয়ে গুজব শোনা গেছে টিনসেলে। যদিও তার বর্তমান সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন ২৮ বছর বয়সী ওই অভিনেত্রী। তবে ব্যক্তিগত জীবনে প্রেমিক এবং তার সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ বলে দীপিকা মন্তব্য করেছেন বলে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

জীবনের প্রতিটি ক্ষেত্রে হৃদয়কেই প্রাধান্য দেন বলেও সম্প্রতি মন্তব্য করেন ওই অভিনেত্রী। এমনকি সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও তিনি মনের সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দেন।

দীপিকা বলেন, “সম্পর্ক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি বরাবরই আমার মনকে বেশি প্রাধান্য দেই। সিনেমাও বেছে নেই যদি আমার সেটি ভালো লাগে তবেই। যে নারীরা প্রেমের সম্পর্কের মধ্যে নিজের পূর্ণতা খুঁজে পান আমি তাদের অন্যতম। ”

দীপিকা মনে করেন একজন নারীর জন্য সুন্দর একটি সম্পর্ক খুবই জরুরি।

কিন্তু যে সম্পর্ক একটি মানুষকে বদলে দেয় তা কখনও গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “যে সম্পর্ক একজন মানুষকে অনুপ্রাণিত করবে তেমন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তবে যে সম্পর্কে সমস্যা বেশি এবং তা একজনকে পুরোপুরি ভিন্ন একটি মানুষে পরিণত করে তা কখনও ভালো হতে পারে না। ”

বর্তমানে ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ সিনেমায় সহ-অভিনেতা রনভির সিংয়ের সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে টিনসেলে চলছে জোর গুঞ্জন। যদিও এ বিষয়ে একদমই মুখ খুলছেন না ওই অভিনেত্রী।

সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, এখনও তিনি তার সম্পর্ক নিয়ে কিছুই ভাবছেন না।

‘ককটেইল’ খ্যাত ওই অভিনেত্রী ‘বাচনা ইয়ে হাসিনো’ সিনেমার শুটিং চলাকালে সম্পর্কে জড়ান রণবীর কাপুরের সঙ্গে। বছর খানেক ডেট করার পর ভেঙে যায় তাদের সম্পর্ক। পরবর্তীতে আরেক সহ-অভিনেতা রনভির সিংয়ের সঙ্গে তার সম্পর্কের গুজব শোনা যায়। বর্তমানে টিনসেলের আলোচিত বিষয় হল রনভির সিং-দীপিকার ‘গোপন প্রেম’।

এদিকে ক্যারিয়ারের দিক থেকে ২০১৩ সাল ছিল দীপিকার বছর। বছরের শুরু থেকেই ব্লকবাস্টার হিট সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রেইস টু’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘গোলিওকা রাসলীলা রাম-লীলা’য় সরব উপস্থিতি ছিল তার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।