আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে আর কতবার বললে !

তোমাকে আর কতবার বলতে হবে ,
আর কতবার ?
আমার বিন্দুমাত্র সম্মান কি তোমার কাম্য নয় ?
আমি খুব লজ্জায় পড়ে যাই।

ছোট একান্নবর্তী পরিবার আমাদের ,
আমাদের ঘরের চৌকাঠ পেরোলেই বড় ভাইয়ের ঘর।
প্রত্যুষে ভাবি মিষ্টি হাসে ,
বলে ,"খুব বজ্জাত হয়েছে তোর বউটা না ?"

আমি খুব লজ্জা পাই ,
কুঁচকে যায় শরীর ।
মাথা নিচু করে হাঁটি সমস্ত সময় ।

স্নানাগারে ঢুকতে যাই,
ওজুর পানি হাতে মা
বেহেস্তি হাসি, অতঃপর ম্লান,
"লজ্জা করে না তোর ?"

আমরা কজন এই বাড়িতে,
কারো অজানা নয় তোমার কৃতি ।

বহুদিন পর মামা বাড়ি ছোট্ট নিশিতা ,
ওর আবদারে ঘুম থেকে জেগে উঠা ।
পাশ ফিরতেই, " তোমার বুকে কিসের রক্ত মামা ।"
ওকে বলি , "দেখনা কত্ত সুন্দর সকাল । চল হাঁটি। "
ও জিদ ধরে ,
ওকে কি বলা যায় ?
ওকে ক্যামনে বলি ওগুলো ----

তুমি কি এমনি থাকবে ?
আর কতবার বললে তুমি লিপিস্টক ছাড়বে?

২:৪১ am
৬/৩/২০১৪

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.