আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের রূপকল্প ‘ওয়ান বাংলাদেশ’



লক্ষ্যটা দারুন। আগামী পাঁচ বছরে ১ বিলিয়ন ডলার রপ্তানি, ১ মিলিয়ন পেশাদার তথ্যপ্রযুক্তি জনশক্তি তৈরী, প্রতিবছর এক কোটি মানুষকে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনা এবং জিডিপিতে সফটওয়্যার ও আইটি খাত থেকে ১% অবদান রাখার লক্ষ্য নির্ধারন। আমাদের দেশের যে বাস্তবতা সে অনুযায়ী এমন বিষয়টা ভাবা হয়তো অনেকের কাছেই স্বপ্ন। তবে এমন সত্যি বিষয়টি নিয়েই ‌'ওয়ান বাংলাদেশ' নামের বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)। সংগঠনটি বাংলাদেশের সফটওয়্যার ও আইটি শিল্পের পাঁচ বছরের রূপকল্প হিসেবে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম চালু করে।


মূলত সফটওয়্যার ও আইটি শিল্পের ‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্প অর্জনের মধ্য দিয়ে ২০২১ সালের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প অর্জন এবং বাংলাদেশের ১০ কোটি তরুন- তরুনীরা কাজ করে দেশকে উচ্চ আয়ের দেশে পরিনত করাই এ কার্যক্রমের অন্যতম একটি উদ্দেশ্য। নানা খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সফটওয়্যার খাতে এগিয়ে যাওয়ার হারও বেড়েছে। বেসিসের তথ্য অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি থেকে ১০০ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি এখন দেশের শীর্ষ ১৫টির একটি বাংলাদেশ।

১৯৯৭ সাল থেকে যাত্রা শুরুর পর থেকে বর্তমানে বেসিসের ৭০০’র বেশি সদস্য নিয়ে কাজ করা বেসিস গণমূখী হয়ে সাধারণ মানুষকে আরো বেশি তথ্য-প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে চায়। তথ্যপ্রযুক্তিতে যে বর্তমানে বিনিয়োগের জন্য দারুন জায়গা সে বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যান্ডিং করছে বেসিস। আর এ উদ্যোগকে সামনে রেখে তাই বেসিস এবং সরকার যৌথ ভাবে ওয়ান বাংলাদেশ কার্যক্রম এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
বর্তমানে বেসিস নানা ধরনের কাজ করছে। বেসিসের উল্লেখযোগ্য নানা কার্যক্রমের মধ্যে রয়েছে, সরকারী ও বেসরকারী পর্যায়ে তথ্য-প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় তথ্য-প্রযুক্তি ও তথ্য-প্রযুক্তি সেবাদানকারী কোম্পানীগুলোর জন্য বাজার সৃষ্টি করা, তথ্য-প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বাজার সৃষ্টি ও বিশ্বব্যাপী এ শিল্পের ব্যান্ডিং করা, সদস্য কোম্পানীগুলোর জন্য দক্ষতা উন্নয়ন ও আইটিকে শিল্প হিসেবে গড়ে তুলতে সদস্য কোম্পানীগুলোর মধ্যে ব্যবস্থাপনা, উন্নয়ন উদ্যোগ সমন্বয়, প্রশিক্ষণ প্রদান ও সম্পদের সমন্বয় করা ইত্যাদি।


সম্প্রতি এ ওয়ান বাংলাদেশের কাজটি শুরু করেছে সংগঠনটি। ওয়ান বাংলাদেশ কার্যক্রম নিয়ে রয়েছে দুটি ভিডিও। প্রথম ভিডিওটিতে (ওয়ান বাংলাদেশ) রয়েছে ওয়ান বাংলাদেশের মূল লক্ষ্য নিয়ে বিস্তারিত।
এছাড়াও রয়েছে আরো একটি ভিডিও। এতে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত রয়েছে।

এতে যুক্ত আছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, জনপ্রিয় লেখক ও শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বেসিস সভাপতি শামীম আহস। ভিডিওটি দেখা যাবে ওয়ান বাংলাদেশ ঠিকানায়।
ওয়ান বাংলাদেশের অন্যতম কয়েকটি লক্ষ্যের মধ্যে রয়েছে- ২০১৮ সালের মধ্যে সফটওয়্যার ও বিপিও খাত থেকে এক বিলিয়ন ডলার আয় করা, সফটওয়্যার ও বিপিও প্রফেশনালস এক মিলিয়ন করা, এ খাত থেকে জিডিপিতে কন্ট্রিবিউশন এক শতাংশ যোগ করা এবং একটি লক্ষ্য একটি স্বপ্ন বাস্তবায়ন নিয়ে এগিয়ে চলা।
এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বেসিস যা হয়তো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। আর সে স্বপ্ন দেখছে তরুনরা যারাই এগিয়ে নিয়ে যাবে আমার প্রিয় দেশকে।



 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.