আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসি, জেডিসি, পিএসসি, পিডিসি পরীক্ষার রেজাল্ট সমাচার

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী। এরমধ্যে শুধু জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৪ হাজার ১৫৮ জন। জেএসসিতে পাসের হার ৮৬ দশমিক ১১ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৪ দশমিক ৫৪ শতাংশ।

ইবতেদায়িতে পরীক্ষায় এই পাসের হার ৫২ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩৩ হাজার ১৪০ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২৪ লাখ ৮১ হাজার ১১৯ জন।

পাসের হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৪৫ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩০ হাজার ২২২ জন। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল দুই লাখ ৭৬ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী। পাসের হার ৯২ দশমিক ৪৫ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯২০ জন শিক্ষার্থী। বিকাল ৪টার আগে ইন্টারনেটে রেজাল্ট এর জন্য টিকেট কাইটা অপেক্ষা করুন নয়তো স্কুলে গিয়ে জেনে আসুন। যদি যেতে ইচ্ছা না করে তাহলে ৪টার পূর্ব পর্যন্ত সময় কাটানোর জন্য এখানে একটা ক্লিক করুন!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.