আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

সাভারে একটি রপ্তানীমুখী সোয়েটার কাখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পেৌর এলাকার উলাইল কর্ণপাড়া মহল­ার ডায়নামিক সোয়েটার (ঢাকা সোয়েটার)  কারখানার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শিল্প পুলিশের সদস্যরা রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপসহ লাঠিচার্জ করলে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরেই ডায়নামিক সোয়েটার কারখানার (ঢাকা সোয়েটার) ৫ হাজার শ্রমিক বেসিক বেতন, আইডি কার্ড ও প্রোডাকশন বোনাস বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছিল। আজ সকালে কারখানার শ্রমিকরা মালিক পক্ষের লোকজনের সঙ্গে এসব বিষয়ে আলোচনায় বসেন।

এসময় হঠাৎ করেই মশিউর নামের মালিকপক্ষের বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করে শ্রমিকদের কাজে যোগদানের জন্য শাসাতে থাকে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মশিউরকে ধরে গণধোলাই দিলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শিল্প পুলিশের সদস্যরা রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপসহ লাঠিচার্জ করলে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়।

আহতদের কারখানার ৪র্থ তলার কোয়ালিটি সহকারী উম্মে জাহান পুষ্পকে (২৫) গুরুতর অবস্থায় স্থানীয় নিউসেবা ক্লিনিকে ভর্তি করা হয়।

পরে তার অবনতি দেখা দিলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

শিল্প-পুলিশের এএসপি মো. আমিনুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ১০ দফা দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।