আমাদের কথা খুঁজে নিন

   

আশ্চর্য কীট




শেকড়ের ছায়া বেয়ে
আশ্চর্য অন্ধকার আপন হয়েছে এ শহরে ,
জীবাত্নদের রক্তস্রোত ধেয়ে আসছে
প্রেমিকার হাতের স্পর্শ মুড়ে ।
শব্দরা ঘর বেঁধেছে
সোডিয়াম আলোর নিচে
মরণের বিষাদী গান মুছে ফেলতে
সংজ্ঞাহীন ভালোবাসায় ।
নিঃশব্দে চিৎকার দিয়ে যায়
সভ্যতার ঊষালগ্ন,
অনভ্যস্ত জোছনারা খোঁজে
প্রেমিকার হাতের স্পর্শ ।
আঁধার ধাপিয়ে যায়
মানুষের জৈবিক আস্তরণ ,
জাগতিক বিষাদ মুছে ফেলার
এক স্পষ্টতর আলোক নৃত্য চলে ।
আশ্চর্যবোধ দেয়ালে ঠোকা মারে
বিষাক্ত গোলাপের গন্ধ মেখে ,
তবুও কৈশোরের প্রেম
স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে পড়েনা ।
ভ্রান্ত বিলাসী পাখির ঝাঁকে
এখনও জীবনটা আঁকতে বসে পড়তে পারিনি ,
পুষ্প ঘ্রাণের প্রলয় প্রণয়
এখনও আমায় ভালোবাসার কীট বানিয়ে রেখেছে ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.