আমাদের কথা খুঁজে নিন

   

আপনার সিমবিয়ান S60V3 এর ডিফল্ট লক আইকন পরিবর্তন করবেন যেভাবে।

যুগটা অ্যাড্র্য়েড এর হলেও,সিমবিয়ান কিন্তু হারিয়ে যায়নি। আমার মত অনেকেই আছেন যারা এখনও সিমবিয়ান ইউজ করেন।
যাহোক,নিশ্চয় লক্ষ্য করেছেন আমরা যখন আমাদের সিমবিয়ান ফোন (S60v3) পাসওয়ার্ড দিয়ে লক করি তখন হোম স্ক্রীনে লক আইকন দেখতে পায়,যেটা ডিফল্ট।

হ্যান্ডসেটের মডেল অনুযায়ী লক আইকন ভিন্ন হতে পারে।
আজ আমরা দেখব কিভাবে এই লক আইকন পরিবর্তন করতে পারি।


♦ আপনার হ্যান্ডসেট অবশ্যই হ্যাক করা থাকতে হবে।
♦ আপনার হ্যান্ডসেটে RomPatcher Plus অ্যাপলিকেশনটি ইন্সটল থাকতে হবে।
প্রথমে এখান থেকে আমার প্যাক করা অ্যাপলিকেশন টি নামিয়ে নেন। এরপর আপনার হ্যান্ডসেটে ইন্সটল করেন(এটাতে আপনি কোন ইউজার ইন্টারফেস পাবেন না,তাই উত্তেজিত না হওয়ার জন্য অনুরোধ করছি)।
এবার RomPatcher Plus অ্যাপলিকেশন টা ওপেন করেন তাহলে Autolock নামে নতুন একটা patch দেখতে পাবেন।

Patch টি add to auto সিলেক্ট করে apply করেন।

এবার আপনার হ্যান্ডসেট অফ করে অন করেন এবং পাসওর্য়াড দিয়ে লক করেন। তাহলে দেখবেন আপনার হ্যান্ডসেটের লক আইকন পরিবর্তন হয়েছে এবং নিচের মত দেখাচ্ছে।

আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন,বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকুন।


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.