আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল, টিভি আংটির ইশারায় চলবে , আপনি কি শুনে অবাক হলেন ?

ফোন বাজছে অথচ পকেট বা ব্যাগ থেকে বের করে ধরতে পারছেন না। কিংবা টিভির চ্যানেল পরিবর্তন বা সুইচ অন বা অফ করতে বারবার উঠতে হবে না আর। আপনার হাতের তালু বা আঙ্গুলের ইশারাতেই চালিত হবে মোবাইল, টিভি বা অন্যান্য ইলেক্ট্রনিক গ্যাজেট। আংটির মত একটি ক্ষুদ্র ডিভাইস যা আঙ্গুলে পরে নিলেই আপনার তালু হয়ে উঠবে একটি নেভিগেটর বা নিয়ন্ত্রক। ক্ষুদ্র হার্ডওয়্যার উইংটি ১২০ ডলার দাম ধার্য করা হয়েছে।



ভারতের কেরালার ২৩ বছরের এক ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র এমনই এক ক্ষুদ্র হার্ডওয়্যার পণ্য আবিষ্কার করেছেন যার সাহায্যে অঙ্গুলিহেলনে সমাধা হবে বিভিন্ন কাজ। একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ইতিমধ্যেই এই যন্ত্রটির প্রচার শুরু হয়েছে। যার ফলস্বরূপ এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে ১,৬00 মানুষ যন্ত্রটির জন্য অনলাইনে অর্ডার দিয়েছেন। যার আনুমানিক মূল্য ২০০,০০০ ডলার।
আঙ্গুলের উপর ওই আংটির মত উইংটি পরে নিলে এর ভিতরের সেন্সরটি আঙ্গুলের প্রতিটি সেগমেন্ট সনাক্ত করতে পারবে।

সেন্সরটির মাধ্যমে এটি স্মার্টফোন, টিভি বা অন্য ডিভাইস উইংটি লিঙ্ক করতে পারবে।
পকেট বা ব্যাগ থেকে বের ফোন গ্রহণ ছাড়াই – একটি আঙুলের সহজ স্পর্শেই কল রিসিভ, আপনার প্লে লিস্ট পরবর্তী ট্র্যাক থেকে সরানো, ফোনকে সাইলেন্ট মোডে পাঠানো, জরুরি সতর্কতাবার্তা পাঠানো যাবে। শুধু আপনার করতল ব্যবহার করে টিভি চ্যানেল পরিবর্তন থেকে শুরু করে সুইচ বন্ধ বা চালাতে পারবেন।
শারীরিক প্রতিবন্ধীদের জন্য, এই উইং যন্ত্রটি সহজে তাদের আঙ্গুলের সাহায্যে ম্যাপ ব্যবহার, নম্বর ডায়াল এবং এসএমস পড়া এমনকি তাদের হুইলচেয়ার নিয়ন্ত্রনেও সাহায্য করবে।
ইন্টারনেট থেকে পাওয়া
সময় হলে আমার ব্লগ এ ঘুরে আসবেন ।


সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.