আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়াকে জেতালেন ‘বুড়ো’ হজ

পোর্ট এলিজাবেথে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল।

ডারবানের কিংসমিডে বৃষ্টির কারণে ৭ ওভারের হয়ে যাওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ১ উইকেট হারিয়ে ৮০ রান তোলে স্বাগতিকরা।

শেষ ওভারে জয়ের জন্য যখন অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম দুই বলে ওয়েইন পারনেল ২ রান দিলে শেষ চার বলে প্রয়োজন ছিল ১৩ রানের।



এরপর হজ পর পর দুই বলে দুটি ছক্কা মেরে ম্যাচের সব উত্তেজনা শেষ করে দেন। ৮ বলে ২১ রান নিয়ে অপরাজিত ছিলেন ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

৭ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম দু'ওভারে মাত্র ৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিসের ৩২ বলে ৭৪ রানের অবিচ্ছন্ন জুটি দক্ষিণ আফ্রিকাকে স্কোর বোর্ডে ভালো একটি সংগ্রহ এনে দেয়।

ডি ককই বেশি আক্রমণাত্মক ছিলেন।

২টি চার ও ৪টি ছয়ে ২০ বলে অপরাজিত ৪১ রান করেন তিনি। আর ডু প্লেসিস অপরাজিত ছিলেন ১৩ বলে ২৭ রান করে।

৮১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে এক প্রান্তে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের ১৬ বলে ৪০ রানের ইনিংসটিতেই জয়ের পথে ছিল অতিথিরা।

পঞ্চম ওভারে জেপি ডুমিনি ২টি উইকেট তুলে নেয়ায় বিপদে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

তবে শেষ ওভারে হজকে আটকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৭ ওভারে ৮০/১ (আমলা ৪, ডি কক ৪১*, ডু প্লেসি ২৭*; কোল্টার নাইল ১/১৭)

অস্ট্রেলিয়া: ৬.৪ ওভারে ৮১/৫ (ফিঞ্চ ৫, ওয়ার্নার ৪০, ওয়াটসন ২, ম্যাক্সওয়েল ১, বেইলি ২, হজ ২১*, হ্যাডিন ৪*; ডুমিনি ২/৫, অ্যাবট ১/৫, পারনেল ১/১৭)

 


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।