আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমার প্রতি



কোন সংশয় নেই, আছে কিছু নির্ভেজাল দাবি
রান্না ঘরে চায়ের পাতিল, কোমরে তোমার ঝন ঝন চাবি
খুব বড় নয়, দুই জনের ছোট্ট একটা ঘর
পরিপাটি বিছানা বালিশ, ঘুমে বুঁদ অতঃপর

কোন অভিযোগ নেই, আছে শুধু ছেলেমানুষি চাওয়া
হাতের তালুর দূরত্বতে দিবানিশি তোমাকে পাওয়া
প্রতি মুহূর্তে বাঁকা ঠোঁটে যেন কর তুমি আমাই নালিশ
তোমার আমার ব্যবধান মুছুক একটা মাত্র বালিশ

আমার চায়ের ফরমায়েশে উঁচু তোমার কণ্ঠস্বর
ক্রিকেট পাগল আমার সাথে প্রতিনিয়ত ঝড়
তোমার মনের খবর জানি, জানা তার পরিমাপ
দুজন মানুষের তৃষ্ণা মেটাবে একটি মাত্র কাপ

তোমার জন্য লেট হবে বাস, তবু আনব চকলেট
আমার জন্য অপেক্ষাতে, উপেক্ষাতে খাবারের প্লেট
দরজা খুলেই দেখবে তুমি আমার হাতভর্তি ফুল
সুখের পালে লাগবে হাওয়া, স্রোতের অনুকূল

কোন সংশয় নেই, আছে কিছু নির্ভেজাল দাবি
রান্না ঘরে চায়ের পাতিল, কোমরে তোমার ঝন ঝন চাবি
কোন অভিযোগ নেই, আছে শুধু ছেলেমানুষি চাওয়া
হাতের তালুর দূরত্বতে দিবানিশি তোমাকে পাওয়া

(১৪ই মার্চ, ২০১৪)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.