আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দে ফিরল বার্সেলোনা

'বার্সেলোনা নিজেদের সেরা ছন্দে ফিরেছে। ' গত বুধবার ন্যুক্যাম্পে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে দেওয়ার পর আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি দৃঢ় আত্দবিশ্বাস নিয়ে এভাবেই বললেন। প্রথম লেগে ইত্তিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়েই ছিল। গত বুধবারের জয়টা কাতালানদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের নিশ্চয়তা এনে দিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইব্রাহিমোভিচের প্যারিস সেইন্ট জার্মেইনও।

গত বুধবার তারা ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে। প্রথম লেগে ৪-০ গোলে জিতেছিল প্যারিস সেইন্ট জার্মেইন। বার্সেলোনার সমালোচনা অনেক হয়েছে। গত শনিবার তারা লা লিগায় পরাজিত হয়েছে ভ্যালাদলিদের কাছে। সবমিলিয়ে লিওনেল মেসিও ছিলেন সমালোচনার শিকার।

কিন্তু বার্সেলোনা যে হারিয়ে যায়নি, তার প্রমাণ গত বুধবারের ম্যাচটা। ম্যানসিটির বিপক্ষে গোলের বন্যা হয়তো দেখা যায়নি ন্যুক্যাম্পে। তবে লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রিগাস এবং জাভি হার্নান্দেজরা খেলেছেন বছরের সেরা ফুটবল। এরই ফাঁক গলে গোল করেছেন লিওনেল মেসি এবং দানি আলভেজ। পাবলো জাবালেত্তা লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়ার পর ম্যানসিটির সামনে জয়ের কোনো পথই আর খোলা ছিল না।

তারপরও ভিনসেন্ট কম্পানির গোল ম্যানসিটিকে অন্তত সান্ত্বনা উপহার দিতে পেরেছে। অবশ্য অনেকের দৃষ্টিতেই কম্পানির গোলটা ছিল অফসাইড গোল! ম্যাচ শেষে বার্সেলোনার তারকাদের কণ্ঠে শোনা গেল পুরনো হুঙ্কার। দানি আলভেজ বলছেন, 'আমরা যে সেরা ফর্মে ফিরেছি, এই ম্যাচটা তার প্রমাণ। ' জাভি হার্নান্দেজ অবশ্য স্বীকার করেছেন, বার্সেলোনার কঠিন সময় যাচ্ছে। এদিকে সাবেক ডাচ তারকা রুড গুরিথ বলেছেন, 'বার্সেলোনা আবারও মেসি নির্ভর হয়ে পড়েছে।

' গত বুধবারের ম্যাচের পর মেসি যে ঘোষণা দিয়েছেন, তার মধ্যে বাস্তবতার ঘাটতি থাকতে পারে। তবে বার্সেলোনা যে পুনরুত্থান পর্বের প্রথম ধাপটা পেরিয়েছে, এতে কোনো সন্দেহ নেই।

বার্সা ভক্তদের জন্য এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে, তাদের প্রিয় তারকা ফিরেছেন ফর্মে! গত বুধবারের গোলের মধ্য দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৮টি।

১১ গোল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন রোনালদো।

বার্সেলোনার জয়ের রাতে জয় পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনও।

গত বুধবার মারকুইনহস এবং লেভেজ্জির গোলে ২-১ ব্যবধানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন। গতবারও কোয়ার্টার ফাইনাল খেলেছিল পিএসজি। তবে বার্সেলোনার কাছে অ্যাওয়ের গোলের হিসাবে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল তারা। এবারের কোয়ার্টার ফাইনাল ড্র অনুষ্ঠিত হবে ২১ মার্চ। আবারও কি বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি!

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.