আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত অর্ধশত

রাজধানীর শাহবাগের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে একটি প্রাইভেট কারের ওপর উঠে গেলে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে প্রাইভেট কারের যাত্রী রহিমা হোসেন (৩৫), তার মা হালিমা বেগম (৬০), মেয়ে হৃদি হোসেন (১০), প্রাইভেট কার চালক জয়নাল আবেদিন ফারুক (৩৫) ও বাসযাত্রী নাজমা বেগমের (৩০) নাম জানা গেলেও অন্য পাঁচজনের নামা জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়।

এ সময় বাসটি কাত হয়ে পার্শ্ববর্তী একটি প্রাইভেট কারের ওপর আছড়ে পরে। এতে প্রাইভেট কারের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শাহবাগ থানার এস আই আবদুল হালিম জানান, দুপুরের দিকে ফাঁকা রাস্তায় বাসটি বেপরোয়া গতিতে চালানোর ফলে দুর্ঘটনা ঘটে। এদিকে মগবাজারে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। টঙ্গী ডাইভার্সন রোডে গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলের মুখে স্কাইলাইন পরিবহন থেকে বাসযাত্রীরা নামছিলেন। এ সময় পেছন থেকে যাত্রাবাড়ী পরিবহন নামক একটি বাস ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসে থাকা শিশুসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হন। যাত্রাবাড়ী পরিবহনে থাকা আহত ফারুক হোসেন জানান, প্রথম থেকেই চালক বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। যাত্রীরা বেশ কয়েকবার তাকে সাবধান করেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.