আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে ব্যালট বাক্সে আগুন, পুলিশের গুলি

যশোরের মণিরামপুরে উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্তত ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন আওয়ামী লীগ-জামায়াতের দুর্বৃত্তরা। এ ছাড়া জামায়াত সমর্থিতরা কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে।

স্থানীয় ভোটাররা সাংবাদিকদের কাছে জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন লাভলুর (আনারস) সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা চালায়। জামায়াত সমর্থিত নেতাকর্মীরা এতে বাধা দেন।

আওয়ামী লীগ সমর্থিতরা জামায়াতকে মোকাবিলায় ২/৩টি ককটেলের বিস্ফোরণ ঘটান। জামায়াতও পাল্টা আক্রমণে ১৫/১৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে জামায়াত কর্মীরা কেন্দ্র থেকে তিনটি ব্যালট বাক্স ছিনতাই করে ভোটকেন্দ্রের নিকটবর্তী স্থানে সেগুলোয় আগুন ধরিয়ে দেয়।

বিজিবি ২৬ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মতিউর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের পাশাপাশি জামায়াত সমর্থিত প্রার্থী কাজী এনামুল হকের (কাপ-পিরিচ) সমর্থকরা ভোটকেন্দ্রে ঢুকে তিনটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছেন। ’

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ভোটগ্রহণ আবার শুরু হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।