আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে পুলিশের মারধরের প্রতিবাদে সড়ক অবরú

সিলেটে ট্রাফিক পুলিশের মারধরের প্রতিবাদে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। পরে পুলিশের ঊধর্্বতন কর্মকর্তা অভিযুক্ত ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। গতকাল বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত নগরীর শাহি ঈদগাহে এ অবরোধের ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের মারধরে আহত ইজিবাইক চালক তোফাজ্জল হোসেন জানান, শাহি ঈদগাহে এক ট্রাফিক কনস্টেবল তার গাড়ি থামাতে সিগন্যাল দেন। একটু সামনে গিয়ে গাড়ি থামানোর কারণে কনস্টেবল তাকে মারধর করেন। মারধরে তার নাক ফেটে রক্ত ঝরেছে। এ ঘটনার প্রতিবাদে সিএনজি অটোরিকশা ও ইজিবাইক চালকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) শাহীন আহমদ জানান, তোফাজ্জল অবৈধভাবে আরেকটি গাড়ি ওভারটেক করেন। এ সময় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল সিগন্যাল দিলে তিনি তা মানেননি। পরে একটু দূরে গিয়ে গাড়ি থামিয়ে তোফাজ্জল ট্রাফিক কনস্টেবলের সঙ্গে বেআদবি করেন। ফলে কনস্টেবল তাকে মারধর করেন। এ ঘটনার জেরে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন। অভিযুক্ত ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.