আমাদের কথা খুঁজে নিন

   

এমপি নদভী চলেন পুলিশ নিয়ে খবরের প্রতিবাদ

গত বুধবার বাংলাদেশ প্রতিদিনে 'এমপি নদভী চলেন পুলিশ নিয়ে' শিরোনামে খবরের প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী। তিনি বলেন, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হত্যা-সন্ত্রাসের মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়াবাসীকে জিম্মি করেছে। যেসব এলাকায় জামায়াত-শিবিরের সশস্ত্র অবস্থান সেসব এলাকায় পুলিশের সহায়তা নিয়ে থাকি। স্বাধীনতাযুদ্ধের সময় আমার বয়স ছিল তিন বছর। কাজেই আমাকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করার প্রশ্নই ওঠে না। দলীয় নেতা-কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্বাচনকালীন ও নির্বাচন-উত্তর সহিংসতায় আহতদের সুচিকিৎসা ও সহায়তা দিয়েছি। আমার সহধর্মিণী ইসলামী ছাত্রীসংস্থা চট্টগ্রাম কলেজ শাখার সভানেত্রী ছিলেন না। এমনকি সদস্যও ছিলেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.