আমাদের কথা খুঁজে নিন

   

'টার্গেট ছিল ডিজিটাল জিহাদ' শিরোনামে সংবাদ

৯ মার্চ বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় 'টার্গেট ছিল ডিজিটাল জিহাদ' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ যুক্তরাজ্য বিএনপি। কেন্দ্রীয় বিএনপিসহ পাঁচটি সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলা হয়- স্পর্শকাতর একটি ইস্যুতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকে জড়িয়ে প্রকাশিত অসত্য এ সংবাদটি দেখে আমরা হতবাক হয়েছি। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক জনৈক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। সংবাদে উল্লেখিত ব্যক্তিকে আমরা কেউ চিনি না বা আমাদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত-সামাজিক বা রাজনৈতিক সম্পর্ক, এমনকি পরিচয়ও নেই। কাজেই যুক্তরাজ্য থেকে বাংলাদেশের কোনো মফস্বল শহরের অপরিচিত কোনো ছাত্র-তরুণের সঙ্গে আমাদের যোগাযোগ রাখার প্রশ্ন ওঠে না। 'বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের প্রচার চালাতে' তাকে সহায়তা করার যে অভিযোগ আনা হয়েছে তা অসত্য ও অবান্তর। বিএনপি মনে করে দলটির বিভিন্ন স্তরের নেতাকে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে, কোনো বিশেষ গোষ্ঠীর হীন-রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে এ অসত্য, অবাস্তব ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পারভেজ মলি্লক, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু সায়েম, শাহিন আহমেদ নাসির প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেন।- বিজ্ঞপ্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.