আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে যুবলীগের মিছিলে ছাত্রলীগের হামল

রূপগঞ্জে যুবলীগের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। হামলায় ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন যুবলীগ কর্মীরা। উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল ৫টার দিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনের নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি মৈকুলী থেকে খাদুন হয়ে রূপসী এলাকা অতিক্রম করছিল। এ সময় মুড়াপাড়া কলেজ ও থানা ছাত্রলীগ এবং তারাবো পৌর স্বেচ্ছাসেবক লীগ নিয়ে গঠিত অপর একটি গ্রুপ যুবলীগের মিছিলে হামলা চালায়। হামলায় যুবলীগের আনার (২৭), ছানোয়ার (২৮), আলম (৩২), বাবু (৩১), আহসান উল্লাহ (২৯), ইয়াছিন (৩০), কবির (২৬), বাচ্ছু (২৫), বাদল (৩০), মাসুদ (৩১), রাজু (২৮), ইকবাল (২৭), সিরাজ (৩০), রিফাত (২৮) ও শাহালমসহ (৩১) অন্তত ২০ জন আহত হন। এদিকে এ ঘটনার প্রতিবাদে যুবলীগ কর্মীরা এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় সড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে রাস্তা থেকে সরে যান তারা। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। দৌড়াদৌড়ি করতে গিয়ে ৬-৭ জন আহত হয়েছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.