আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেইনে না রাশিয়া : ক্রিমিয়ায় গণভোট

এই গণভোটকে “অবৈধ” অভিহিত করে এর নিন্দা করেছে রাজধানী কিয়েভ নিয়ন্ত্রিত ইউক্রেইন ও পশ্চিমা দেশগুলো, অপরদিকে গণভোটের প্রতি সমর্থন দিয়েছে রাশিয়া, জানিয়েছে বিবিসি।

ইতোমধ্যেই রুশ সেনারা কার্যত ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আর গণভোটেও ভোটাররা ইউক্রেইন ছেড়ে রাশিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিবে বলে মনে করা হচ্ছে।

ক্রিমিয়ার মুসলিম প্রধান তাতার জনগোষ্ঠি কিয়েভের প্রতি আনুগত্য প্রকাশ করে গণভোট বর্জন করেছে।

শনিবার ক্রিমিয়ার গণভোটের সমালোচনা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছিল, আর রাশিয়ার মিত্র হিসেবে বিবেচিত চীন ভোট গ্রহণের সময় অনুপস্থিত ছিল।



গণভোট অনুষ্ঠিত হলে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

২২ ফেব্রুয়ারি ইউক্রেইনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ পার্লামেন্টের জারি করা এক ডিক্রি মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্রিমিয়া উপদ্বীপে হস্তক্ষেপ করে রাশিয়া। রুশ সেনারা ক্রিমিয়ার সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং ইউক্রেনীয় সেনাদের তাদের ঘাঁটিতে অবরুদ্ধ করে রাখে।

তবে ক্রিমিয়ার রুশ ঘাঁটিগুলোতে থাকা রুশ সেনারা বাদে উপদ্বীপটিতে অতিরিক্ত রুশ সেনা মোতায়েনের কথা অস্বীকার করেছে রাশিয়া। ক্রিমিয়ার সরকারি ভবন ও ইউক্রেনীয় সেনা ঘাঁটিগুলোর সামনে অবস্থান নেয়া সশস্ত্র বাহিনীগুলোকে ক্রিমিয়ার “আত্মরক্ষাকারী বাহিনী” বলে অভিহিত করেছে ক্রেমলিন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।