আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কারো নয় আজ .... ছিলো না বোধহয়



শীতের সূর্যের মতো আকাঙ্ক্ষিত এক অস্পষ্টতা ঘেরা
ছায়াহীন প্রেমের অসংলগ্নতায় ঢেকে থাকা তুমি আমি আর ফেরারি সময়
কেউ কারো নয় আজ .... ছিলো না বোধহয়।

প্রেম আজ ছড়িয়ে আছে বিপ্লবে বিদ্রোহে
আগুন জ্বলছে আজ দ্রোহের কাছ থেকে ধার করা শক্তি নিয়ে
পুড়িয়ে মারবে আজ কিছুটা প্রেম আর অনেকখানি শূন্যতা
তবু যদি না মরে আজ সময়
তবে বিস্মৃতি না হয়ে তাকে বিস্মিত করে দেয়া হবে
হোক না হয় কিছুটা বিপ্লবের অপচয়।

খুব বেশি ক্ষতি কি হতো?
যদি আরেকটি বার ভেঙে চূড়ে গুড়িয়ে দিতাম
আমার প্রতি তোমার অবৈধ বিশ্বাস।
খুব বেশি ক্ষতি কি হতো?
যদি তোমার ঝাপসা চোখে জমে উঠতো
আর ঠিক একটি ফোঁটা জল।
খুব বেশি ক্ষতি কি হতো?
যদি অপেক্ষা করতে আর কয়েকটি দিন
খুব বেশি ক্ষতি কি হবে?
যদি বলি তোমার সাথে আমার হবেনা আর কখনো দেখা............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.