আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক স্থিতিশীলতা

মালয়েশিয়ার জীবন্ত কিংবদন্তি সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রাজনৈতিক স্থিতিশীলতাকে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, কোনো দেশে বিদেশি বিনিয়োগ হবে কি হবে না তা সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল। তিনি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ধ্বংসাত্দক কর্মসূচি পরিহার করার ওপরও গুরুত্ব দেন। বলেন, রাজপথে বিক্ষোভ করে কোনো সরকারকে সরানো হলে যারা ক্ষমতায় যাবে তাদের ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করবে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরকালে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং রাজপথের সহিংসতা এড়িয়ে চলার যে পরামর্শ দিয়েছেন তা তাৎপর্যের দাবিদার। দ্বিধাবিভক্ত মালয়েশীয় সমাজকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করে উন্নয়নের সোপানে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন মাহাথির মোহাম্মদ। বাংলাদেশসহ অনেক দেশের কাছে মাহাথিরের উন্নয়ন কৌশল থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। রাজপথের সহিংসতা এড়িয়ে চলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হলে বাংলাদেশের পক্ষেও মালয়েশিয়ার মতো উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে আবিভর্ূত হওয়ার সুযোগ হতো। উন্নয়নের ক্ষেত্রে মালয়েশিয়া বহির্বিশ্বের ঈর্ষা জাগাতে সক্ষম হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার নজির রেখে। মালয়েশিয়ার মতো একটি বহুজাতিক দেশে যদি ভাষা ও ধর্মগত পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হয়, তবে বাংলাদেশের মতো জাতিরাষ্ট্রে কেন সম্ভব হবে না তা একটি প্রশ্নের বিষয়। বাংলাদেশের সস্তা শ্রম থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং রাজপথের সহিংসতার জন্য বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় আসছে না। দীর্ঘ দুই যুগ ধরে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক শাসন চালু থাকা সত্ত্বেও এ ক্ষেত্রে সংকট রয়ে গেছে পারস্পরিক বোঝাপড়ার অভাবে। বৃহত্তর জাতীয় স্বার্থে এই অকাম্য অবস্থার অবসান ঘটাতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.