আমাদের কথা খুঁজে নিন

   

হাসি ঠাট্টা আর ব্যঙ্গ বিদ্রুপের পাত্র বঙ্গবন্ধু।

একজন ভাল মানুষ হতে চায়।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) বিশ্বের সর্বশেষ্ট মহামানব আর বিশ্বের সর্বোচ্চ মর্যদা পূর্ণ ইসলাম র্ধমের নবী হয়েও ব্যঙ্গবিদ্রুপ হতে রেহায় পায়নি, অথচ হযরত মুহাম্মদ ( সাঃ) জীবনে কারো বিন্দু মাত্র ক্ষতি করেনি, হযরত মুহাম্মদ (সাঃ) ইন্তেকালের দীর্ঘ্য সময় পরও তাকে নিয়ে এখনো ব্যঙ্গবিদ্রুপ করতেছে কিছু কাফের নাস্তিকরা। অনেক চিন্তা করে দেখলাম দুনিয়াতে ভাল মানুষ যেমন আছে তেমননি খারাপ মানুষও আছে, এই ভাল মন্দ অতীতে ছিল, এখনো আছে , আগামীতে তাকবে। -- এটাই স্বাভাবিক, আর আমাদের কাজ হলো খারাপ মন্দ নাস্তিক কাফের, মোনাফিকদের সভ্যাতার আলোয় উদ্ভাসিত করে সভ্যাতা আর আলোর জগৎতে ফিরে আনা ।

এবার আসাযাক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান কে নিয়ে হাসি ঠাট্টা আর ব্যঙ্গবিদ্রুপের বিষয়ক কিছু কথা।



শুরুতেই বলতে হয়, যেখানে আমাদের প্রিয় নবী মহা মানব হযরত মুহাম্মদ (সাঃ) যেমন রেহায় পায়নি নাস্তিক, কাফির মোনাফিকদের বিদ্রুপ হতে ,
সেই হিসাবে বঙ্গবন্ধু কি ভাবে রেহায় পাবে নাস্তিক কাফির আর মোনাফিক চেয়ে খারাাপ জামাত শিবির আর রাজাকারের হাসি ঠাট্টা আর বিদ্রুপ হতে।

আমি সাধারণ কিছু মানুষদের কাছে ও তাদের মুখে অনেক বার শুনিছি, -- বঙ্গবন্ধুতো যুদ্ধ করেনি তিনি ছিলেন পাকিস্তানে কারেগারে বন্ধী। আর এই রকম কথা গুলো যারা বলেন তারাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুজে দেখলে দেখা যায় তারা বি,এন,পি অথবা জামাত রাজনীতরি সাথে যুক্ত।

আর যারা বলেন ( বঙ্গবন্ধু তো যুদ্ধ করেনি তিনি ছিলেন পাকিস্তানে কারাগারে বন্ধী ) তাদের উদ্দেশ্যে বরতে চায়।

লক্ষ করুন, দেশে ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময় প্রায় ৭ কোটি লোক ছিল , ৭ কোটি মানুষের মাঝে হতে পাকিস্তানীরা বঙ্গবন্ধুকে গ্রাফতার করলো কেন?
এতে কি প্রামাণিত হয়।

--- শুধু অস্ত্র, গোলাবারুদ, ট্রাং, কামান হাতে নিয়ে যুদ্ধ করার নাম কি যুদ্ধ করা?

আরো একটি ব্যাপার লক্ষ করুন, দেখবেন যখন বি,এন,পি নেত্রী হরতাল আহ্বান করেন তখন খালেদা জিয়া নিজে স্বশরীরে মিছিলে যায়না, কোথাও পিকেটিং করেনা, --- কারণ কোন অন্দোলনের বা দলের সর্বোচ্চ নেতা কখনো সরাসরি মাটে ময়দানে স্বশরীরে যুদ্ধ ক্ষেত্রে বা মিছিল, পিকেটিং করে না। ------------ আর বঙ্গবন্ধু যদি ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময় গ্রাফতার না হয়েও দেশে থাকতো তখনো এই দেশের মানুষ ও তার ভক্ত অনুসারীরা কখনো প্রিয় নেতাকে সরাসরি বন্দুক নিয়ে যুদ্ধ ক্ষেত্রে যেত দিতনা । কারণ এটাই নিয়ম।

সবাই গভীর ভাবে লক্ষ করে দেখবেন-----জামাত শিবিরের শীর্ষ নেতারা বঙ্গন্ধুকে কখনো জাতির পিতা বলেনা, শুধু তায় নায় জাতির পিতা উচ্চারণ করাতো দুরের কথা, তারা বন্ধবন্ধুর নাম নেবার সময় শুধু মাত্র ( শেখ মুজিবুর রহমান ) শব্দটি উল্লেখ করেন । এমনকি বঙ্গবন্ধু শব্দটিও উচ্চারণ করেনা শেখ মুজিবরের নাম নেবার সময়।




ভাবতে অবাক লাগে এই জামাত শিবির আর বি,এন,পি কাছে --- রাজাকার গোলাম আজম, সাঈদী, মুজাহিদ, মতিউর রহমান এরা খুবই প্রিয় আর শ্রদ্ধার পাত্র, কিন্তু বঙ্গবন্ধু তাদের কছে এটি বিদ্রুপের বস্তুু।

যত বার ১৫ ই আগষ্ট আসে তখনি অবাক বিষ্ময়ে থাকিয়ে থাকি, কি ভাবে একাদিক বারের সাবেক প্রধান মন্ত্রী আর বিরুধী দলীয় নেত্রী, একটি দলের সর্বোচ্চ নেতা, বৃদ্ধ বয়ষে এস বাচ্চাদের মত জন্ম দিন পালন করেন, তাও আবার ভুয়া জন্ম দিন ।






অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.