আমাদের কথা খুঁজে নিন

   

মেকি হাসি দুঃখ বাড়ায়...তাই আসুন জোরে জোরে হাসি...

...

মনে দুঃখের ভার নিয়েও অনেকেই হাসি-হাসি মুখ করে থাকেন। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, দূঃখের সময় মুখে মেকি হাসি ধরে রাখলে দুঃখ বরং আরো বাড়ে। পুরষের চেয়ে নারীর ক্ষেত্রে মেকি হাসিতে নাকি দুঃখবোধ আরো বেশি বেড়ে যায়। খবর টেলিগ্রাফ অনলাইন-এর। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষক ড. ব্রেন্ট স্কট জানিয়েছেন, মেকি সুখের ভাব নিয়ে, মুখে জোর করে হাসি ধরে রেখে বেড়ালে তাকে আরো বেশি দুঃখভারাক্রান্ত মনে হয়।

তাই দুঃথের সময় জোর করে মুখে হাসিমাখা ভাব না রাখতেই গবেষকরা পরামর্শ দিয়েছেন। গবেষকরা আরো জানিয়েছেন, পুরুষের চেয়ে নারী যখন সুখের ভান করে তখনই তার দুঃখবোধ আরো বেশি বেড়ে যায়। কোনো প্রতিষ্ঠানে, কেবল হাসি মুখে থাকতে হয় বলেই জোর করে হাসি ধরে রাখলে সে প্রতিষ্ঠানটিরও ক্ষতি হয়। ড. স্কট আরো জানিয়েছেন, কাস্টমার সার্ভিসে যারা কাজ করেন, তারা মেকি হাসি সব সময় লাগিয়ে রাখেন ফলে তাদের মেজাজ ক্রমশ খারাপ হতে থাকে এবং এর ফল গিয়ে পড়ে উৎপাদন ক্ষেত্রে। আর তাই, অফিসের বস যদি চান সবসময় কর্মীর হাসিমুখ দেখতে তবে তিনি ভুলই করবেন।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে অ্যাকাডেমি অফ ম্যানেজমেন্ট সাময়িকীতে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.