আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের ডাচ দলে প্রতারণার অভিযোগ

ডাচদের বিরুদ্ধে এমন অভিযোগ টিম গ্রুইটার্সের। তার দাবি, টম কুপারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে গ্রুইটার্সের পরিবর্তেই ঢোকানো হয়েছে।

আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত দল পাঠানোর শেষ সময় ছিল গত ১৬ ফেব্রুয়ারি। এরপর কেউ চোট পেলেই শুধু তার পরিবর্তে অন্য কাউকে দলে নেয়ার নিয়ম আছে।

গত শনিবার নেদারল্যান্ডস দল আইসিসিকে জানায় যে গ্রুইটার্স চোট আক্রান্ত।

আইসিসির কাছে তারা চোটের স্ক্যান রিপোর্টও জমা দেয়। এই রিপোর্ট দেখে আইসিসি অনুমোদন দেয়ার পরই গ্রুইটার্সের জায়গায় কুপারকে দলে নেয় ডাচ দল।

কিন্তু ঢাকা থেকে দেশে ফিরেই ‘থলের বিড়াল’ বের করেন গ্রুইটার্স। নিজেকে ফিট দাবি করে তিনি নেদারল্যান্ডসের কোচ এবং চিকিৎসক দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করা ছাড়াও নিজের বক্তব্যের ভিডিও ইউটিউবে ছেড়ে দেন।

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলেন কুপার।

সাউথ অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডের ফাইনালে উঠতে না পারায় তার দল তাকে ছেড়ে দিয়েছে। কুপারকে পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার পরই নেদারল্যান্ডস দলে তাকে নেয়ার গুঞ্জন শুরু হয়।

গ্রুইটার্স জানান, দলের সঙ্গে এ ধরনের ‘আলোচনা’য় তিনিও অংশ নিয়েছিলেন।

“গত বৃহস্পতিবার হঠাৎ করেই কুপারকে দলে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেদিন কয়েকজন সতীর্থর সঙ্গে আমিও তাকে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।

তখন আমরা সবাই একমত হয়েছিলাম, কেউ যেহেতু চোট পায়নি, তাই টমকে (কুপার) দলে ঢোকানো অসম্ভব। ”

তখনও গ্রুইটার্স জানতেন না, কুপার দলে ঢুকলে তাকেই ‘বলির পাঁঠা’ হতে যাবে। ইউটিউবে দেয়া বক্তব্যে তিনি জানান, “পরের দিন (শুক্রবার) সকালে দলের চিকিৎসকরা আমাকে ডেকে পাঠান। তারা আমাকে বলেন, তাদের একজন চোট আক্রান্ত খেলোয়াড় প্রয়োজন। তারা আমাকে একটি স্ক্যান করাতে বলেন, যাতে সেটা আইসিসিকে দেখানো যায়।

এখানেই গল্পের শেষ নয়। গ্রুইটার্সের বক্তব্য হলো, অনেক দিন ধরে পিঠের ব্যথা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। ব্যথাটা পিঠের নিচের দিকে এবং তা অনেক পুরানো। পিঠের সেই অংশের স্ক্যান করিয়ে আইসিসিতে পাঠিয়ে দেয় নেদারল্যান্ডের চিকিৎসক দল। তবে গ্রুইটার্সের দাবি, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মতো ফিট ছিলেন।

ডাচ দলের ব্যবস্থাপক এড ফন নিয়েরপ বলেছেন, গ্রুইটার্স এ মাসের শুরু থেকেই পর্যবেক্ষণে ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাদ দেয়া হয়েছে এবং কাকতালীয়ভাবে এই সময়ে কুপারকেও পাওয়া গেছে।

গ্রুইটার্স তাহলে শুধু-শুধুই ডাচ দলকে প্রতারক বললেন? নিয়েরপের কথা, দল থেকে বাদ পড়ায় পরিবারের সদস্যরা গ্রুইটার্সকে ভীষণ চাপের মধ্যে রেখেছিল। তাই তার মুখে এখন এমন উল্টোপাল্টা কথা!


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.