আমাদের কথা খুঁজে নিন

   

শীতে উষ্ণ ভালোবাসা...

খুব সকালে ঘুম থেকে উঠার অভ্যাস নেই মাহিনের। কিন্তু আজকে উঠতে হবে। শুধু উঠতে হবে কি, এই কনকনে শীতের মধ্যে একেবারে কাক ডাকা ভোরেই উঠতে হবে তাকে। মুহিনের মন-মেজাজ দুটোই চড়া হয়! এই শীতে কাক মিয়া পর্যন্ত নির্ঘাত ডাকাডাকি ভুলে যাবে, অথচ তাকে কিনা অবশ্যই উঠতে হবে। অবশ্য কারণ একটা সেই রকমই আছে।

আসলে আজকে মুহিনের ভালোবাসার প্রিয় মানুষটির জন্মদিন। প্রিয় মানুষটি বলতে, তার নাম হৃদিকা! মুহিনের সবকিছু!! কোন রকম ঘড়িতে সারে চারটার বেল লাগিয়ে শেষ পর্যন্ত ভোর পাঁচটায় উঠতে পেরেছে মুহিন। বিশাল একটা ছাত্র মেসের ছোটখাটো একটা রুমে তার বসবাস। হাত-মুখ ধুয়ে কোন নাস্তা-পানি না করেই ছুট লাগালো মনের মানুষটির উদ্দেশ্যে। সেই সাথে রাতে কিনে রাখা রজনীগন্ধা এবং গোলাপ ফুলের তোড়া আর ছোট্ট একটা গিফট নিতে ভুলল না।

মুহিনের নিজস্ব কোন মোবাইল ফোন নেই। ভাবা যায়? বর্তমান এই আধুনিক সময়ে কিনা মুহিনের কাছে সামান্য একটা মোবাইল ফোন নেই! অথচ এটাই চমৎকার একটি বাস্তব! এত সকালে স্বভাবতই রিকশা বা অটোর দেখা মুশকিল। মুহিনকে তাই পায়ে হেটেই হৃদিকার হোস্টেলের দিকে যেতে হচ্ছে। অবশ্য সকালের শীতল কুয়াশাচ্ছন্ন প্রকৃতি বেশ ভালোই লাগছে তার কাছে। মজা পাচ্ছে খুব।

গুন গুন করে পরিচিত দু-একটি গানের কলি গাইছে মুহিন। কিন্তু হৃদিকাকে দেখার ইচ্ছাটা এতই মনে কড়া নাড়ছে যে মুখ ফুটে আর কোন শব্দ বেরুতে পারছে না। খুব এক্সাইটেড লাগছে মুহিনের। সম্পর্কের মাত্র তো তিনটে বছর। অথচ মনে হচ্ছে সেই কতকাল ধরেই হৃদিকার জন্য অপেক্ষা করে আসছে মুহিন।

এখন কেবল দেখা পেলেই অপেক্ষার প্রহর ফুরোবে। হোস্টেলের খুব কাছে চলে এসেছে মুহিন। দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে হৃদিকাকে। কিন্তু একি!! হৃদিকা দৌড়াচ্ছে কেন ওভাবে? তবে আরও বেশি আশ্চর্য মুহিন তখন হল, যখন বুঝতে পারলো সেও দৌড়াতে শুরু করে দিয়েছে। দুজন দুজনার দিকে দৌড়ে যাচ্ছে, খুব অল্প একটা সময় পেরুলো।

সামান্য কিছু মূহুর্ত। ফল এটা হল যে, কিছুক্ষণের ভেতরই মুহিন আর হৃদিকা একে অপরের বাহুডোরে মিশে গেল। মুহিন যেন অবুঝ একটি শিশু হয়ে গেল, হাসতে হাসতে রীতিমত গাইতে শুরু করল- হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ...। এর ফল হল পূর্বেকার চাইতেও অদ্ভূদ। হৃদিকা প্রথমে মিষ্টি হাসি হাসলো, তারপর কোন প্রকার নোটিশ ছাড়াই কেঁদে ফেলল।

আর সবশেষে যা করলো, মুহিনকে জড়িয়ে একটি উষ্ণ আদর দিল। তারপরের দৃশ্যটি বোধকরি অনেকটা রূপকথার মত, সপ্তাশ্চর্যের মত। দুজনেরই চোখে জল, দুজনেরই হাতে হাত, দুজনেরই মুখে হাসি, আর দুজনেই একে অপরকে বলছে- তোমায় ভালোবাসি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।