আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল লাইফ জোক- হেমাটোলজী ল্যাব ও মুসলমানি

এক আর একে দুই যে সত্য, শুধুই তোমার আশেপাশে!! বলতে পার না যে সত্য সৃষ্টির সবখানে!!! বারডেম হাসপাতালের হেমাটোলজী ল্যাব। অটোমেটিক অ্যানালাইজারে একের পর এক স্যাম্পল যাচ্ছে আর CBC (Complete Blood Count) রিপোর্ট দেখা যাচ্ছে মনিটরে। সেই রিপোর্ট খাতায় টুকে নিচ্ছি। এমন সময় একজন নার্স তার ছেলেকে নিয়ে আসলেন CBC, আর CT-BT (Clotting time & Bleeding time) টেস্ট করানোর জন্য। CBC-র জন্য রক্ত কাউন্টারে দিলেই হয়, কিন্তু CT-BT টেস্ট করতে ল্যাবে আসতে হয়।

নার্স জানালেন ছেলের খৎনা করানো হবে, তাই ডাক্তার পাঠিয়েছেন এসব টেস্ট করানোর জন্য। ছেলেটি দেখি অ্যানালাইজারের দিকে তাকিয়ে আছে, বড় বড় চোখ করে। ছেলে: মা! এত টিউব রক্ত নিবে আমার শরীর থেকে? মা: নাতো! একজন রোগীর জন্য একটি টিউবে রক্ত নিলেই যথেষ্ট। এখানে যত টিউব দেখছো, ততজন রোগী আজকে রক্ত দিয়েছেন। তোমার মতো এদেরও রক্ত পরীক্ষা করানো হচ্ছে।

সারিসারি স্যাম্পল টিউব দেখে ছেলেটির চোখ যেন আরও বড় হয়ে গেলো। ছেলে: মা! এরা সবাই কি মুসলমানি করাবে??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।