আমাদের কথা খুঁজে নিন

   

সংসদে বিরোধী দল নেই: টিআইবি

কার্যকর বিরোধী দল পেতে দশম সংসদের মেয়াদ সাময়িক হবে বলেও আশা করছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নবম সংসদের পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন’ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এ সংসদে বিরোধী দল নেই। সংসদে সরকারি দল রয়েছে। বিরোধী দল বলতে যা বোঝায় সে বিরোধী দল নেই। ”

দশম সংসদ নির্বাচনে অংশ না নেয়া নবম সংসদের বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এ সংসদকে ‘বিরোধী দলহীন সংসদ’ বলে সমালোচনা করে আসছেন।

জাতীয় পার্টির ভূমিকা নিয়ে ইফতেখারুজ্জামান বলেন, “আক্ষরিক অর্থে তারা বিরোধী দল। তাদের ভূমিকায় বাস্তবে আমরা তা অনুধাবন করতে পারি না। বিরোধী দল মানে বিরোধী দল হবে। বাস্তব অর্থে  এ সংসদে বিরোধী দল আছে তা বলতে পারি না। ”

৩৪ জন সংসদ সদস্য নিয়ে সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে জাতীয় পার্টি।

দলটির সভাপতিমণ্ডলির সদস্য রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী। পাশাপাশি সরকারেও জাতীয় পার্টির দুই জন মন্ত্রী রয়েছেন এবার।

এক প্রশ্নের জবাবে টিআইবি ট্রাস্টি এম হাফিজউদ্দিন খান বলেন, “বিরোধী দল হবে বিরোধী দলের মতো, তারা সরকারের অংশ হবে না।

“জাতীয় পার্টি কি তাদের ভূমিকা রাখছে? তারা নামে মাত্র বিরোধী দল। ”

সংসদকে কার্যকর করতে বর্তমান সংসদের মেয়াদ ‘সাময়িক’ হবে বলেও মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক।

ইফতেখারুজ্জমান বলেন, “আমরা আশা করি-দশম সংসদের ব্যতিক্রমী এ চরিত্রটি হবে সাময়িক। সংসদে কার্যকর বিরোধী দল আসবে। ”

তিনি বলেন, ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতেই ৫ জানুয়ারি ভোট হয়েছে। ওই সময় রাজনৈতিক মহল থেকে বলা হয়েছে- দশম সংসদ নির্বাচন করে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

ওই নির্বাচন হলে বিরোধী দলবিহীন সংসদের এ সংস্কৃতির বিলুপ্তি ঘটবে বলে মনে করছেন তিনি।

রাজনীতিকদের সে প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ সংসদ ‘সাময়িক’ হবে বলে আশা টিআইবির নির্বাহী পরিচালকের।

“দশম সংসদ নির্বাচনের পরে একাদশ সংসদ খুব দ্রুত করার জন্য আলোচনা হবে বলে রাজনীতিবিদরা বলেছেন। এখন এ আলোচনা কখন হবে তা রাজনৈতিক বিষয়, ৫ বছরের মধ্যে যে কোনো সময় তা হতে পারে,” বলেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.