আমাদের কথা খুঁজে নিন

   

গালাতাসারাইকে হারিয়ে শেষ আটে চেলসি

প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। সুতরাং দুই লেগ মিলে চেলসির জয়ের ব্যবধান ৩-১।

মঙ্গলবার ঘরের মাঠে চেলসির আক্রমণাত্মক ফুটবলের সামনে তেমন একটা দাঁড়াতেই পারেনি অতিথিরা। বলতে গেলে ব্যর্থই ছিলেন দলটির সেরা তারকা, চেলসির সাবেক খেলোয়াড় দ্রগবা। পুরো ম্যাচে আইভরি কোস্টের স্ট্রাইকার দ্রগবার চোখে পড়ার মতো পারফরম্যান্স ছিল একটা মাত্র ফ্রি-কিক।

তাওআবার শটটা ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

তুলনায় অনেক বেশি উজ্জ্বল ছিলেন আরেক আফ্রিকান স্ট্রাইকার স্যামুয়েল এতো। চতুর্থ মিনিটে ক্যামেরুনের এই তারকার গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

দ্বিতীয় গোলটিও হয় প্রথমার্ধেই।

৪২তম মিনিটে মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কর্নার কিকে করা অভিজ্ঞ ডিফেন্ডার জন টেরির হেড রুখে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি অতিথি গোলরক্ষক। বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ডিফেন্ডার গ্যারি কাহিল।

অন্য ম্যাচে জার্মানির শালকে জিরো ফোরকে ৩-১ গোলে হারিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলে ৯-২ ব্যবথানে শেষ আটে উঠেছে তারা। প্রথম লেগে ৬-১ গোলে জিতেছিল ইউরোপের সবচেয়ে সফল দলটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।