আমাদের কথা খুঁজে নিন

   

ইকু ও রাজকন্যার গল্প



- কি করছ?
- দেখছনা ছবি আঁকছি...... শুধু শুধু প্রশ্ন করছ কেন? বিরক্তি ঝরে পড়ে আসিফের কণ্ঠে।
- হুহ...... বিসৃত সমাধির ছবি আকছ? আর আমার ছোঁয়ায় বুঝি অস্প্রিহা?
- উফ... একটু ছবি আঁকতে দিবা? এখন যাও এত কাব্য শোনার সময় নাই।

এতটুকুতেই রাজকন্যার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকায়, চোখের কোনে দু’ ফোঁটা জল যেন টলমল করছে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে ....পশ্চিম আকাশের সূর্যটি কমলা বর্ণ ধারন করছে আসতে আসতে।

রাজকন্যার মনে হচ্ছে এই পুরো দৃশ্যটা তেই কেমন যেন একটা মন খারাপের ছোঁয়া।

ছবির ক্যানভাস থেকে আসিফের চোখ হঠাৎ জানালার দিকে যায়। সাদা জামা, লাল চুড়ি আর কপালে একদম ছোট্ট একটি লাল টিপ দিয়ে রাজকন্যা দাড়িয়ে আছে মন খারাপ করে। কি অপূর্বই না তাকে লাগছে ঠিক একদম রূপকথার পরীর মত। রাজকন্যার দৃষ্টি দিগন্তে প্রসারিত; আসিফের কেমন জানি একটা মায়া লেগে যায়।


আহা আমার পরী টাকে আমি মনে হয় মন খারাপ করিয়ে দিয়েছি, আসিফ পিছন থেকে রাজকন্যা কে জড়িয়ে ধরে......

আমার সাদা পরী টার মন খারাপ? আমি মন খারাপ করে দিয়েছি?
আমি অনেক সরি ...... তুমি কি জান না তোমার চোখে যখন আবছা আলো নামে তখন আমার স্বপ্ন আকাশের মেঘ গুলি ছুটি নেয়, হারিয়ে যায় কোন নিকষ আঁধারে।
কি করছ? ছাড়ো আমাকে! দিচ্ছ তো সাদা জামা টা নষ্ট করে, তোমার হাতে তো রং ভর্তি...... কণ্ঠে ব্যাকুল অভিমানের ছোঁয়া ঝরে পড়ে রাজকন্যার।
আসিফ রাজকন্যাকে ছাড়ে না, আরও শক্ত করে জড়িয়ে ধরে।
এস চুমু একে দেই তোমার ঠোটে, বিষাদ গুলি আমায় দাও।
নিস্তব্ধ তুমি? এসো তোমায় শব্দের ঝর্নায় স্নান করিয়ে আনি।


উফ! ভাল্লাগেনা তোমার যত অসভ্য কবিতা, ছাড়ো আমাকে এখন...... রাজকন্যার অভিমান ফুরোয় না কিছু তেই।

রাজকন্যাকে আসিফ টেনে নিয়ে তার ক্যানভাসের সামনে নিয়ে আসে, এতক্ষন এই ক্যানভাসেই ছবি আঁকছিল আসিফ।
এই যে দেখ...
তুমি আছো বলেই বিষাদী গোলাপ গুলো হঠাৎ করেই হাসনাহেনা হয়ে যায়।
তুমি আছো বলেই শব্দের সাগরে গা ভাসিয়ে দিয়ে, মাঝ সমুদ্র থেকে মুক্ত এনে দিতে পারি।
তুমি আছো বলেই একটি শুন্য ক্যানভাস আলোকিত হয় রঙ্গের ছটায়।


তুমি আছো বলেই হাতের ছোট্ট রংতুলি টি আজো স্বপ্ন দেখে।

রাজকন্যা তাকিয়ে দেখে ক্যানভাসে তার নিজেরি অবয়ব। রাজকন্যার চিবুক বেয়ে দু-ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, এ দু-ফোঁটা কিন্তু একটু আগের মত বিষাদী নয়। জানালার বাইরের কমলা রঙ্গের সূর্যের প্রতিবিম্ব ভাসে রাজকন্যার চোখে, হঠাৎ করেই অশ্রু গুলো কমলা রঙ্গের ভেবে ভুল হতে পারে।
কিভাবে একটা মানুষ তাকে এত ভালোবাসতে পারে? ভেবেই পায়না রাজকন্যা; আসিফ কে জড়িয়ে ধরে রাখে।

জানালায় তার চোখ আবারো চলে যায়। কমলা সূর্য টিকে এখন আর আগের মত বিষাদী লাগছেনা রাজকন্যার বরং ভালোবাসার আবেগময় একটি বড় মায়াবি বৃত্তের মত লাগে। মনে হয় সে বৃত্তে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই।

_____________________________________________________________________________________________

গল্প শেষ কিন্তু আবেশ রয়েই যায়......
তাহসান এর একটা গান খুব যায় এই আবেশের সাথে _

"আমার স্বপ্নের রাজকন্যা তুমি
তোমার দুঃস্বপ্নের রাজপুত্র আমি
আমার গল্পের নায়িকা তুমি
তোমার গল্পে অদৃশ্য আমি
আমার কবিতার শেষ লাইন তুমি
তোমার কবিতায় কোথাও নেই আমি

এ যে এক অদ্ভুত প্রেম
এ যে এক কাল্পনিক প্রেম
এ যে এক অদ্ভুত কাল্পনিক প্রেম ...."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।