আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম থেকেই বাংলাদেশের টিম সিলেকশন ভুল ছিলো।

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি।

টি ২০ বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন টিম ঘোষণা করলো। আমি এই টিমের খেলোয়াড়দের দেখে টাস্কি খাইয়া গেছি। জিয়া কই মোমিনুল নাই কেন। এদের কি কারনে নামানো হলোনা।



আমার দেখা সবচেয়ে ফালতু খেলোয়াড় হল ফরহাদ রেজা। এই লোকটারে আমি জীবনে ৬ মারতে দেখলাম না আর তার বল সবসময় শর্ট পিচ মার্কা বল। খালি শুনি ফরহাদ রেজা ঘড়োয়া লীগে ভালো খেলে। আর জাতীয় টিমে আসলে পোতাইয়া যায়।

এরকম নিম্ন শ্রেণীর অল রাউন্ডার এর চেয়ে বেটার অপশন মোমিনুল।

এমনিতে আমাদের দেশের পেস বোলার সংকট। আজ পর্যন্ত যত বোলার আসছে মাশরাফি ছাড়া কেউ সুবিধা করতে পারেনি।

এক্ষেত্রে দুইটা পেসার এর সাথে স্লো মিডিয়াম বোলার নামানোর কোন যৌক্তিকতা নাই। আমাদের দল সবসময় স্পিন নির্ভরশীল। তাই রেজার বদলে মোমিনুল কে খেলানো হোক।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.