আমাদের কথা খুঁজে নিন

   

অগণতান্ত্রিক শক্তি ফিরিয়ে আনতে চায় টিআইবù

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেশে অগণতান্ত্রিক শক্তি ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসব প্রতিষ্ঠান অযৌক্তিক কথা বলে দেশে উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলেও জানান তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গতকাল তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, 'সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি, টিআইবি, সুজনসহ কিছু মহল কেন নির্বাচন দিচ্ছি না, সংসদে শক্তিশালী বিরোধী দল নেই, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আসলে তারা দেশে অনির্বাচিত সরকার এবং নৈরাজ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে।' তিনি বলেন, 'বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এবং তাদের (টিআইবি-সুজন) ভাষা এক। যখন এ দেশে মানুষ পুড়িয়ে মারা হয়েছে, এরা এক দিনও কথা বলেনি।' আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, 'আমরা তাদের সতর্ক করছি, ভবিষ্যতে জনগণের আকাঙ্ক্ষা বুঝবে এবং দায়িত্ব বোধ থেকে তারা কথা বলবে। ভুল হলে আমাদের ভুল ধরিয়ে দেবে। সরকারের ভুল হতে পারে। আমাদের জোটেরও ভুল হতে পারে। ভুল তারা ধরিয়ে দিক, এর আমরা সমালোচনা করি না। এটি আমরা চাই। তবে তারা যেন দেশে অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ও উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে না করার চেষ্টা করে। এ জন্য আমরা সচেতন করছি ও অনুরোধ করছি।'

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলব তাদের অর্থের উৎস কোথায় তা খতিয়ে দেখতে। বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এপ্রিল থেকে ১৪ দল সারা দেশে সাংগঠনিক সফর শুরু করবে বলেও জানান সংগঠনের এ মুখপাত্র। ১৪ দলের বৈঠকের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মলি্লক, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির ডা. শহিদুল্লাহ শিকদার, তরিকত ফেডারেশনের লায়ন এম এ আউয়াল, ন্যাপের এনামুল হক, আওয়ামী লীগের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ড. আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, এমদাদ হাওলাদার প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.