আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ার দ্বিতীয় নিকৃষ্ট শহর ঢাকা

এশিয়ার সবচেয়ে নিকৃষ্ট শহর তাজিকিস্তানের দুশানবে। আর দ্বিতীয় অবস্থানেই রয়েছে ঢাকার নাম। ‘মারসার কনসালটিং গ্রুপ’ পরিচালিত জীবনমানবিষয়ক চলতি বছরের এক জরিপের ফলাফলে এমনটাই উঠে এসেছে। তাদের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধ, দূষণসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের ২২৩টি শহরের তালিকা তৈরি করা হয়েছে।

এতে ঢাকার অবস্থান ২০৮তম। মধ্যপ্রাচ্যকে অবশ্য এশিয়ার বাইরে রেখে ওই অঞ্চলের দেশগুলোর আলাদা তালিকা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভালো শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাই। সামগ্রিক তালিকায় দুবাইয়ের অবস্থান ৭৩তম।

জরিপে সবচেয়ে ভালো শহরের মর্যাদা পেয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা।

ভালো শহরের তালিকায় ভিয়েনার পরবর্তী অবস্থানে যথাক্রমে জুরিখ (সুইজারল্যান্ড), অকল্যান্ড (নিউজিল্যান্ড), মিউনিখ (জার্মানি) ও ভ্যাংকুবার (কানাডা)। অন্যদিকে ‘নিকৃষ্ট’ শহরের তকমাটি জুটেছে ইরাকের বাগদাদের কপালে।

জরিপে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। শীর্ষ পাঁচের বাকি চারটি শহরই জাপানের। শহরগুলো হলো টোকিও, কোবে, ইয়োকোহামা ও ওসাকা।

অন্যদিকে এশিয়ার নিকৃষ্ট শহরগুলো যথাক্রম দুশানবে (তাজিকিস্তান), ঢাকা (বাংলাদেশ), আশখাবাদ (তুর্কমেনিস্তান), বিশকেক (কিরগিজিস্তান) ও  তাসখন্দ (উজবেকিস্তান)।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.