আমাদের কথা খুঁজে নিন

   

এয়ার এশিয়ার ভাওতাবাজি



আপনাদের অনেকেই হয়তো Air Asia GSA in Bangladesh থেকে একটা মেইল পেয়েছেন। যাতে বলা আছে সর্বসাকুল্যে (ট্যাক্স সহ) মাত্র ১১৯ ডলার খরচ করে আপনি বিমানে চড়ে মালয়েশিয়া থেকে ঘুরে আসতে পারবেন। আমরা অনেকেই ব্যপারটাকে বিশ্বাস করতে পারছিলাম না, পরে দেখলাম প্রথম আলোতে এই ব্যাপারে বিশাল বিজ্ঞাপন। এই বার আর বিশ্বাস না করে উপায় ছিলনা। তারপর তাদের ওয়েবসাইটে (http://www.airasia.com) গিয়ে বুকিং দেয়ার চেষ্টা করলাম।

প্রায় ঘন্টা খানেক চেষ্টা করার পর ব্যর্থ হয়ে শেষে ওদের অফিসে গিয়ে হাজির হলাম। যাতায়াত ভাড়া কম দেখে, আমরা আমাদের নির্ধারিত দার্জিলিং ট্যুর বাতিল করে মালয়েশিয়াতে একটা অফিসিয়াল ট্যুর দিতে চেয়েছিলাম। কিন্তু ওদের অফিসে যাওয়ার পর বুঝতে পারলাম এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই না। ওদের দেয়া তথ্যমতে, ওদের কিছু ফ্লাইটে হাতে গোনা মাত্র কয়েকটা সিট আছে যেগুলো এই সুবিধার আওতায় পড়লেও পড়তে পারে। তবে তাও নির্ভর করছে আপনার ভাগ্যের উপর।

শুধু তাই নয়, এই ১১৯ ডলারের সঙ্গে নাকি আরও অতিরিক্ত ১০০ ডলার গুনতে হবে বিভিন্ন কারণে। এই নিয়ে উচ্চস্বরে বাকবিতন্ডার একপর্যায়ে, আমাদের সঙ্গে ওদের হাতাহাতি লেগে যাবার উপক্রম হয়। পরে ওরা, উপস্থিত সকল দর্শনার্থীর কাছে ক্ষমা চাইলে আমরা চলে আসি। আসলে পুরো ব্যপারটাই হচ্ছে ভাওতাবাজি। ওদের দেয়া কোন বিজ্ঞাপনেই এই গোপন বিষয় গুলো উল্লেখ ছিলনা।

এমনকি 'শর্ত প্রযোজ্য' কথাটিও কোথাও লেখা ছিল না। আপনারা যারা এখনও এই লোভনীয় অফারটির কথা ভাবছেন, তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই আমার এই উপকারী পোস্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।