আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। আমার দুই পায়ে দীর্ঘদিন ধরে চামড়া ভারী হয়ে প্লেক হয়েছে, অসহ্য চুলকানি। -মো. তমাল হোসেন, চট্টগ্রাম।

উত্তর : রোগটি সম্ভবত লাইক্যানপ্ল্যানাস এবং কঠিন ত্বক সমস্যা।

একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে আপনার রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৫। আমার দুই চোখের নিচে অনেক ছোট ছোট বিচি আছে। এতে মুখশ্রী নষ্ট হয়ে গেছে।

- ক্যামেলিয়া , সিরাজগঞ্জ।

উত্তর : আপনার রোগটির নাম সিরিনগোমা। এটি একটি কঠিন চর্মরোগ। অত্যাধুনিক রেডিও সার্জারির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র এক সেশন চিকিৎসায় আপনার রোগটি নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত।

বয়স ৫২। আমার দুই পায়ের নখগুলো বিবর্ণ ও ফ্যাকাশে হয়ে গেছে। খুব ব্যথা করে। -আনোয়ারা বেগম, লক্ষ্মীবাজার, ঢাকা

উত্তর : আপনার দেহে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যে কারণে নখগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে।

দেরি না করে অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

লেখক : ত্বক, সেঙ্ ও এলার্জি বিশেষজ্ঞ, সিনিয়র

কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ৯৩৪২২১৯

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।