আমাদের কথা খুঁজে নিন

   

গনিত অলিম্পিয়াড প্রতিযোগিতা নয় উৎসব

আজকে এক ভাই ফোন দিয়ে বললো,গনিত অলিম্পিয়াড দিবে (সেকেন্ডারী বিভাগে) একটা ছেলে আসে পড়াবি নাকি,প্রথমে মনে হইল ভুল শুনছি,ভাই কে আবারো জিজ্ঞাসা করলাম ভাই কি পড়বে। ভাই একই কথা বলল। আমি ভাইরে শুধু বললাম ভাই পরে আপনারে জানাচ্ছি,জীবনে এত রাগ খুবি কম সময় ধরছে,আজ কালকার ছেলে-মেয়েরা কি গনিত অলিম্পিয়াডকে কোন প্রতিযোগিতা ভাবা শুরু করছে,গনিত অলিম্পিয়াড একটা উৎসব ,এইটা মনে হই এই সব ছেলে-মেয়েরা জানে না। গনিত অলিম্পিয়াড সম্পকে যখন প্রথম শুনি তখন ক্লাস ৮ এ পড়ি,সেইবার এক বন্ধু গনিত অলিম্পিয়াড এ অংশগ্রহন করেছিল,ঐ প্রথম বন্ধুটির কাছে থেকে গনিত অলিম্পিয়াডের মজার মজার কিছু ম্যাথ দেখলাম,তখন থেকে ম্যাথ কে ভালবাসতে শুরু করেছিলাম,মনে আছে তার পরের বছরগনিত অলিম্পিয়াডের আগের দিন রাত ১০টা পযন্ত ঘুরেছিলাম কোন বন্ধুর কাছে থেকে তার প্রবেশপত্র নেওয়া যাই কিনা, কারন সেই বছর রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হইয়েছিল তা জানতে পারিনি কিন্তু সেইবারও যেতে পারলাম না। রাত ১০ টায় বাসাই এসে আম্মুর হাতে মার খেয়েছিলাম।

তারপর ৩টি বছরি গনিত অলিম্পিয়াডে গিয়েছি, অনেক প্রবলেম সমাধান করেছি ,সারাদিন মজা করেছি। জাফর ইকবাল স্যার ,মুনির স্যার দের অটোগ্রাফ নিয়েছি। তাদের সাথে ছবি তুলেছি। মুনির স্যার এর পরিচিত উক্তি ..."আমরা ভারত পাকিস্তানের খেলাই কোন দল সাপোর্ট করি,বাংলাদেশ,ভারতের-বাংলাদেশ পাকিস্তান খেলাই কোন দল সাপোর্ট করি,?? "দেখতাম যখন আমরা চিল্লায় বলতাম বাংলাদেশ তখন তার চোখগুলো খুশিতে বড় বড় হইয়ে যেত। জাফর স্যার কে প্রতিবার চার্জ দিতাম,কোন পুরস্কার না পেলে তার সাথে বিজয়ীদের ধংস কামনা করতাম...কতো মজাই না করতাম।

। কতো মুখে কতো কঠিন কঠিন প্রশ্ন শুনতাম। আজও সেই দিনগুলার কথা মনে পড়ে। গনিতকে এখনও আমি আকড়ে ধরে আছি,গনিতের প্রেমে যারা একবার পড়ে গনিত মনে হই তাদের আকড়ে ধরে,একটিবারের মত ভাবতে কষ্ট হই ,কেউ শুধু পুরস্কার পাবার আশায় গনিত অলিম্পিয়াডে অংশগ্রহন করছে। গনিত অলিম্পিয়াড গনিতকে ভালবাসতে শিখাই ,গনিতে ভই পেতে নই।

যাইহোক নিজেকে শান্ত করে ভাইকে জানালাম "আমি পড়াতে পারব না"। যারা গনিত কে ভালবাসো তারা এগিয়ে যাও। তোমাদের পদচারনাই মুখর হোক প্রতিটি গনিত অলিম্পিয়াড। বি দ্রঃ বর্তমানে আমি "KUET MATH CLUB" এর সাথে জড়িত ,গনিত সম্পর্কে যে কোন ধরনের জিজ্ঞাসায় কিংবা (স্কুল বা কলেজ ) এর উৎসাহিত বন্ধুরা যদি তোমরা গনিত বিষয়ে কোন সাহায্য দরকার হই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.