আমাদের কথা খুঁজে নিন

   

রগ কেটে জাবি শিক্ষার্থীর টাকা ছিনতাই

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শেখ আজিজুল হক শিশিরের উপর হামলা চালিয়ে তার বাম হাতের রগ কেটে টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

একই ঘটনায় শিশিরের সঙ্গে থাকা তার দুই আত্মীয় আহত হয়েছেন বলে জানা গেছে। তারা ভর্তি পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসেছিলেন।

গতকাল শুবক্রবার রাত ৩টার দিকে 'ডেইরি গেটের' ওভার ব্রিজের ওপর এই ঘটনা ঘটেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা।

তিনি আরও জানান, শিশিরের বাম হাতের রগ কেটে গেছে।

মাথাতেও আঘাত পেয়েছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন শিশির আশঙ্কামুক্ত। তার দুই আত্মীয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুই ভর্তি পরীক্ষার্থীর বরাত দিয়ে শিশিরের সহপাঠী গোলাম আযম বলেন, রাতে বাস থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত দিকে নেমে ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তারা।

এ সময় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলে। শিশির টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ছুরিকাঘাত করে। পরে ছিনতাইকারীরা তিন জনকেই পিটিয়ে শিশিরের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।