আমাদের কথা খুঁজে নিন

   

রুবেলের জায়গায় জিয়া

হংকংয়ের বিপক্ষে হেরেও রান রেটের জটিল সমীকরণে সুপার টেনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসির আনকোরা দলটির বিপক্ষে দলের হার কোনোভাবেই মেনে নিতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। সমালোচনার বাণে বিদ্ধ করেছেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। বাছাই পর্বের গণ্ডি ডিঙাতে যেখানে ঘাম ছুটেছে টাইগারদের, সেখানে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে মুশফিকদের। সুপার টেনে মুশফিকদের প্রথম ম্যাচ ২৫ মার্চ। তার আগে দুদিন বিশ্রাম করে কাটালেন ক্রিকেটাররা। কাল বিকেএসপিতে অনুশীলন করার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু করেননি। আজ ফতুল্লায় অনুশীলন করবেন। সুপার টেনে নামার আগে স্কোয়াডে একটি পরিবর্তন হচ্ছে। ইনজ্যুরি রুবেল হোসেনের জায়গায় দেখা নেওয়া হচ্ছে অলরাউন্ডার জিয়াউর রহমানকে। জিয়াকে নেওয়া হচ্ছে মূলত ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য। হংকং ম্যাচে শর্ট থার্ডম্যানে ক্যাচ ধরতে যেয়ে আঙুলে ব্যথা পান রুবেল। পরবর্তীতে পুরো ম্যাচে আর বোলিং করতে পারেননি তিনি। তার খেসারত গুনতে হয়েছে মুশফিকদের ম্যাচ হেরে। দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে রুবেলকে। তার জায়গাতেই একজন সিমিং অলরাউন্ডার নেওয়ার কথা চিন্তা করছেন টিম ম্যানেজমেন্ট। সে হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ জিয়া। লেট মিডল অর্ডারে ব্যাটসম্যানরা কোনো রানই পাচ্ছেন না। পুরোপুরি ব্যর্থ ফরহাদ রেজা। বোলিংয়েও ছন্দ পাচ্ছেন না। এমনকি ব্যাটিংয়েও। তার জায়গায় খেলানোর জন্যই 'বিগ হিটার' জিয়াকে পছন্দ টিম ম্যানেজমেন্টের। বাছাইপর্বের প্রথম দুই ম্য্যাচে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে উপরের সারির ব্যাটসম্যানদের জন্য শেষের দিকের ব্যাটসম্যানরা রান পাননি। হংকংয়ের বিপক্ষে খেলায় সুযোগ পেয়েও মিডল অর্ডার ও লেট মিডল অর্ডার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২৩ রানে হারায় শেষ ৭ উইকেট। এরপরই টনক নড়েছে ম্যানেজমেন্টের। জিয়া শুধু ব্যাটিং নয়, তৃতীয় সিমার হিসেবে বোলিংও করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.