আমাদের কথা খুঁজে নিন

   

জেলায় জেলায় পাল্টাপাল্টি ধাওয়া, আগুন ভাঙচ

১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন দেশের অনেক স্থানেই পার হয়েছে ঢিলেঢালাভাবে। তবে সড়ক অবরোধ ছিল প্রায় সব জেলায়। বেশ কিছু জেলায় অবশ্য পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ, যানবাহনে ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। কঙ্বাজারের উখিয়ায় এমপি বদির নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। কিছু জেলায় সংঘর্ষ হয়েছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে। সংঘর্ষে আহত হয়েছেন ১০০ জনের মতো। আটক করা হয়েছে ৫০ জন। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

কঙ্বাজার : বিকেলে উখিয়া উপজেলার টাইংখালীতে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান বদির সর্মথনে নৌকা প্রতীকের প্রচারণা করতে থাকা একটি সিএনজি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরে পালংখালী থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল যোগে এসে ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিনের বাড়িতে হামলা করে দরজা, জানালা ও তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পাল্টা বিএনপি-জামায়াতের লোকজন থাইংখালী স্টেশনে নবনির্মিত নির্বাচনী অফিস অগি্নসংযোগ করে পুড়িয়ে দেয়। এ ছাড়া সকালে শহরের কালুর দোকান ও আলীর জাহাল এলাকায় অবরোধ চলাকালে তিনটি টমটম ও একটি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় পিকেটাররা একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা দুটি দুরন্তসহ একাধিক যানবাহন ভাঙচুর করে। এদিকে নগর বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম খান ছক্কুকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া সকালে আড়াইহাজার উপজেলায় পিকেটিং ও নাশকতার সময়ে পেট্রলসহ গ্রেফতার করা হয় বিএনপির তিন কর্মীকে।

সিরাজগঞ্জ : আসন্ন দশম সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুরের মামলার দুই বিএনপি নেতকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় আধাঘণ্টা পিকেটিং করাকালে পিকেটাররা একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা দুটি দুরন্তসহ একাধিক যানবাহনে ভাঙচুর চালায়।

বরিশাল : নগরীর কাশীপুরে একটি ট্রাকে অগি্নসংযোগ করেছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। নগরীর দিকে প্রবেশের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে ট্রাকটিতে অগি্নসংযোগ করে। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশও চার রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

মাদারীপুর : মহাসড়কের ঘটকচর, সমাদ্দার, সাধুর ব্রিজ, পাথরিয়ার পাড়, মস্তফাপুরে পাঁচটি ট্রাক ভাঙচুর ও খাগদী বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে পিকেটাররা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ না থাকায় পিকেটাররা গতিরোধ করে পাঁচটি ট্রাক ভাঙচুর করে পালিয়ে যায়। পিকেটারদের হামলায় আহত হয়েছেন এক ট্রাকচালক। এ ছাড়া যুবদল কর্মীরা খাগদী বাসস্ট্যান্ডের রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিল করে।

জামালপুর : সকালে শহরের বেলটিয়া ও কম্পপুর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শহরের দয়াময়ী মোড় ও গেইটপাড় এলাকা থেকে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফ চৌধুরী মিঠু ও শহর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ বাবুকে আটক করে।

কুষ্টিয়া : অবরোধ চলাকালে ট্রাক ভাঙচুরের অভিযোগে চার পিকেটারকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহম্মেদ এ রায় দেন। ম্যাজিস্ট্রেট জানান, সকাল ৮টার দিকে চার পিকেটার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনীপাড়া এলাকায় অবরোধের নামে ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদের আটক করে। পরে এ দণ্ড দেওয়া হয়।

নড়াইল : সড়ক অবরোধ করার সময় দুই জামায়াত-শিবির ক্যাডারকে আটক করে লোহাগড়া থানায় সোপর্দ করেছে গ্রামবাসী।

নাটোর : সকালে শহরের নয়ন মোড় রেলগেট এলাকায় অবস্থান নিয়ে একটি ট্রাক ভাঙচুর করে বিএনপি নেতা-কর্মীরা। পরে মিছিল করে তারা। এ ছাড়া শহরের হাফরাস্তা এলাকায় আগুন জ্বালিয়ে নাটোর-রাজশাহী মহাসড়ক ও বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুরে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়।

কুষ্টিয়া : মিরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চারটি মোটরসাইকেলে ও স্থানীয় পেট্রলপাম্পে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও ১০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। বিকালে অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাতে হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় বিএনপি কর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা।

বগুড়া : জেলা ছাত্রদলের মিছিল থেকে শহরের তিনমাথা এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। এ ছাড়া মাটিডালী বিমান মোড়, বনানী, শাকপালা, কলোনিসহ শহরের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং করেছে ১৮ দলের কর্মীরা।

শুক্রবার থেকে দূরপাল্লার বাসসহ সব যানবাহন চলবে

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, আগামী শুক্রবার থেকে সারা দেশের সব রুটে হরতাল ও অবরোধের মধ্যেও দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লার যান চালাতে গিয়ে বাসচালক ও সহকারী ক্ষতিগ্রস্ত হলে এবং যানবাহনের ক্ষতি হলে সে অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীরা আবেদন করলে তাদের বিষয়েও একই পদক্ষেপ নেওয়া হবে। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে 'বর্তমানে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সড়কপথে নিরাপদে যানবাহন চলাচল করার বিষয়ে করণীয় নির্ধারণ' বিষয়ক একটি বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে র্যাব-১ এর অধিনায়ক মোল্লা ফখরুল ইসলাম, পুলিশ কর্মকর্তা মিলি বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা সড়ক পরিবহন সমিতি, হালকা যানবাহন শ্রমিক ইউনিয়নসহ পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শাজাহান খান বলেন, গাড়িগুলো যেন নিরাপদে চলাচল করতে পারে সে জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ আরেকটি বৈঠক হবে। গত কয়েকদিনের রাজনৈতিক সহিংসতায় ৪৫ থেকে ৪৬ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। এর মধ্যে নিহত ১৬ জন চালকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.