আমাদের কথা খুঁজে নিন

   

সম্রাট কিন শি'র গল্প

চীনের বিখ্যাত প্রাচীর নির্মাণের উদ্যোক্তা, পরিমাপকের একক পদ্ধতি প্রচলনকারী, বিশাল চীনকে একক সাম্রাজ্যে রূপ দেওয়ার উদ্যোক্তা-পুরুষ ছিলেন পরাক্রমশীল কিন শি হুয়াং। খ্রিস্টপূর্ব ২৫৯ অব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার জন্মের সময় চীন ছয়টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। রাজ্যের রাজারা বংশপরম্পরায় ২০০ বছরের বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে যুদ্ধ করে আসছিলেন। এর মধ্যে একটির রাজা ছিলেন কিন শি হুয়াংয়ের বাবা কিন। মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন কিন শি হুয়াং। অল্প বয়সে সিংহাসনে বসলেও অসাধারণ বুদ্ধিমত্তা আর সময় বুঝে শক্তিশালী এক সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তিনি। প্রাচীন নথি অনুসারে, মাত্র ২৫ বছরের মধ্যেই ছয়টি রাজ্য দখল করে নিয়েছিলেন কিন শি হুয়াং। নিজেকে চীনের প্রথম সম্রাট হিসেবে ঘোষণা করেন তিনি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।