আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহের হরিণাকুণ্ডে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় বিএনপি-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

জানা যায়, সকালে ভোটগ্রহণের শুরুতে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাট‍ালিয়নের (র‌্যাব) সদস্যরা উভয় পক্ষের লোকজনের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.