আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষণরোধে যৌন আবেদনময়ী পোশাক নিষিদ্ধে করেছে সোয়াজিল্যান্ড

মিনিস্কার্ট, টপস ও শর্ট জিন্সসহ নারীদের জন্য সব ধরনের আটসাঁট ও খোলামেলা পোশাক নিষিদ্ধ সোয়াজিল্যান্ড সরকার। যৌন আবেদনময়ী এসব পোশাক নিষিদ্ধে ছয় মাসের শাস্তির বিধান করা হয়েছে। সম্প্রতি সোয়াজিল্যান্ডের নারীরা ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করলে সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করে। সোয়াজিল্যান্ড পুলিশের মুখপাত্র ওয়েন্ডা হেলেটা বলেন, নারীরা পেটের নিম্নভাগ বের হয়ে থাকে এমন কোনো পোশাক পরলে নৈতিকতা ভঙ্গের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হবে এবং অপরাধ আইন-১৮৮৯ অনুযায়ী ছয় মাসের জেল দেয়া হবে। ‘ধর্ষণরোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

কারণ, আটসাঁট ও খোলামেলা পোশাক নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের জন্য বেশি দায়ী। এ ধরনের যৌন আবেদনময়ী পোশাক নিষিদ্ধ করা হলে ধর্ষণ ও যৌন হয়রানি অনেকাংশ কমে যাবে’ যোগ করেন তিনি। হেলেটা বলেন, ‘আমি বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে নানা ধরনের পোস্ট ও স্টাটাস পড়েছি। তাতে দেখা যায়, পুরুষ বা নারীদের এক ধরনের প্রবণতা রয়েছে- যে তারা চাহনীর মাধ্যমে নিজেদেরকে খোলামেলাভাবে অন্যের কাছে উপস্থাপন করে। আর আটসাঁট ও খোলামেলা পোশাক পরলে এ কাজটা আরো সহজ হয়ে যায়।

’ তবে সোয়াজিল্যান্ডের প্রথাগত বা সামাজিক পোশাক এই নিষিদ্ধের আওতায় পড়বে না। উল্লেখ্য, সোয়াজিল্যান্ডের রাজা নিজের জন্য স্ত্রী পছন্দ করতে প্রতি বছর ‘রিড ড্যান্স’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশটির যুবতী নারীরা এমন এক ধরনের স্কার্ট পরিধান করে যাতে স্তন অর্ধনগ্ন থাকে ও পিঠের পুরো অংশ খোলা থাকে। এছাড়া এসময় নারীরা কোনো বিকিনিও পরে না। অবশ্য দেশটির বর্তমান রাজার এখনো ১৩ জন স্ত্রী রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।