আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা সিটিতে লাখো কণ্ঠের প্রতিধ্বনি

জাতীয় প্যারেড গ্রাউন্ডের 'লাখো কণ্ঠে সোনার বাংলা'র আবেগঘন সুর প্রতিধ্বনিত হয়েছে বসুন্ধরা সিটিতেও। রাজধানীর পান্থপথে লাখো কণ্ঠের সঙ্গে সুর মিলিয়ে বসুন্ধরা সিটির ব্যবসায়ী, ক্রেতা-দর্শনার্থীরা গেয়েছেন জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'। ৪৩তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সকালে বিপণিবিতানের সামনে সমবেত জনতা ঘড়ির কাঁটায় ১১টা ২০ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই প্যারেড স্কয়ারের লাখো কণ্ঠের সঙ্গে সুর মেলান।

সকাল থেকেই বসুন্ধরা সিটির সামনের মূল প্রবেশপথে দক্ষিণমুখী হয়ে মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় দাঁড়াতে শুরু করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। আর সেই সঙ্গে সাড়া জাগানো মুক্তিযুদ্ধ ও দেশের গানে ওই এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বসুন্ধরা সিটির ইনচার্জ ও বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের কারিগরি উপদেষ্টা মুক্তিযোদ্ধা টিআইএম লতিফুল হোসেনসহ মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীসহ দোকান-মালিক ও কর্মচারীরা এতে অংশ নেন।

এ সময় লতিফুল হোসেন বলেন, সব ভেদাভেদ ভুলে আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলার যে সামর্থ্য রয়েছে, তা আমরা একাত্তরে স্বাধীনতা অর্জনের মাধ্যমে প্রমাণ করেছি। তিনি বলেন, জাতীয় স্বার্থে একাত্দ হওয়ার সামর্থ্য যে বাঙালির আজও অটুট রয়েছে, তা আজকের এই আয়োজনে আবারও প্রমাণ হলো। এদিকে বসুন্ধরা সিটির সামনের আয়োজনে ঢাকায় অবস্থানরত বিদেশিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। জাতীয় সংগীত গাওয়ায় অংশ নেন বসুন্ধরা সিটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা) ক্যাপ্টেন (অব.) এস এম মাসুদ পারভেজ দিপু, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব) শেখ আবদুল আলীম, বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি প্রমুখ।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।