আমাদের কথা খুঁজে নিন

   

ছাগল অতটা ছাগল না

নিঃশব্দ তারায় শোভিত রাতের আকাশে
মেঘ নেই, নেই বাতাসের ঝাপটা
পাখির গান থেমে গেছে, ফুলেরা ঘূমন্ত, স্বপ্নের উড়াউড়িতে
আমি খূঁজি অন্তহীন অন্ত!

সে তো বলেনি আসবেই!
তবে কেন অধির আগ্রহে আমি?
চেয়ে আছি লৌকিকতার সীমা ঘেঁষে
মনে নিয়ে অনন্ত।

আমি জানি, বাতাস সে-তো সন্দেশ বাহী
নারকেল শাখা কাঁপবে, গাছের শাখায় নিশাচর পাখী কথা বলবে
তারার হাসির সাথে;
চারপাশ মুখরিত হবে বাতাসের কলরবে।

শেষ প্রহর রাতের!
খবর নেই বাতাসের, নারকেল শাখার পাখীদের!
চাতক নয়ন বুঝে আছি; জানি আসবে আকাঙ্খিত বাতাস।
হঠাৎ চোখ মেলে দেখি তারার নিঃশব্দ কান্নায় সিক্ত রাতের আকাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.