আমাদের কথা খুঁজে নিন

   

কোয়াড কোর প্রসেসর বিশিষ্ট গ্যালাক্সি এস ৩ স্লিম বাজারে এল নীরবেই


স্মার্ট ফোন জগতের অন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং তাদের 'স্যামসাং গ্যালাক্সি এস ৩' মডেলের স্মার্ট ফোনটি বাজারে নিয়ে এল নীরবেই।

মূলত 'স্যামসাং গ্যালাক্সি এস ৩' নামটি এই প্রোডাক্টটিকে কিছুটা মিসলিড করে থাকে কেননা, এই ডিভাইসটির স্পেসিফিকেশন অনুযায়ী এটি মূল গ্যালাক্সি এস ৩ এর তুলনায় অনেক বেশি নিম্ন পর্যায়ের একটি স্মার্ট ফোন।

স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং ভার্শন ৪.২ (জেলী বিন) এবং কিউ এইচ ডি ডিসপ্লে সমৃদ্ধ ৪.৫ ইঞ্চি বিশিষ্ট একটি পর্দা যার রেজ্যুলেশন ৯৬০x৫৪০। স্মার্টফোনটিতে পাওয়া যাবে ৮ গিগাবাইট রম এবং ১ গিগাবাইট রম। এছাড়াও থাকছে, ১.২ গিগাহার্জ ক্লক রেট বিশিষ্ট কোয়াড কোর প্রসেসর। স্মার্ট ফোনটির ফটোগ্রাফি ইউনিটে পেছনের ক্যামেরায় থাকছে একটি ৫ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং সামনে রয়েছে একটি ভিজিএ ক্যামেরা। স্মার্ট ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে সাদা এবং কালো রঙে।

স্পেসিফিকেশন অনুযায়ী ধারণা করা হচ্ছে যে ডিভাইসটি বাজারে সেরকম সাড়া ফেলতে সক্ষম হবেনা তবুও যেহেতু এখনও স্যামসাং থেকে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়নি তাই এখনও সঠিক ভবিষ্যৎ বানী দেয়া যাচ্ছেনা। বর্তমানে স্মার্ট ফোনটি শুধুমাত্র ব্রাজিলের স্যামসাং ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছে।


Gadget
Mobile
স্মার্টফোন

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।