আমাদের কথা খুঁজে নিন

   

কি নামে রাখব যে তোর নাম

সূত্রপাত: ফেইসবুকে ভেসে আসা বাবার আকুতি, সদ্য আগত কন্যার জন্য নাম চাই, পছন্দকৃত নামের জন্য ক্ষুদ্র পুরুষ্কার এর ঘোষণা ও দেয়া হল, আমি নাম খুঁজতে গিয়ে পুরো দেশটাই চষে বেড়ালাম তাই বাংলাদেশ তার নাম

কি নামে ডাকব তোকে
কি নামে রাখব যে তোর নাম
অনেক ভাবিলাম আমি, ভেবে মরিলাম। ।

ফুলের নামে রাখব নাকি, ফুল যে শত শত
কোনটা ছেড়ে কোনটা রাখি ভাবছি অবিরত।
নদীর নামে রাখব নাকি, তুইযে নদীর মতো
যত্ই তোকে জড়িয়ে ধরি তৃষ্ণা বাড়ে ততো।


কি নামে ডাকব তোকে
কি নামে রাখব যে তোর নাম
অনেক ভাবিলাম আমি, ভেবে মরিলাম।



পাখির নামে রাখব নাকি, পাখি শত শত
কোনটা ছেড়ে কোনটা রাখি, ভাবছি অবিরত।
ঋতুর নামে রাখব নাকি, তুই যে ঋতুর মতো
তুই যে আমার গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত শীত ও বসন্ত। ।


কি নামে ডাকব তোকে
কি নামে রাখব যে তোর নাম
অনেক ভাবিলাম আমি, ভেবে মরিলাম।



কত রঙ্গে ভাবছি তোকে দেখছি কত রঙ্গে
সপ্ত রঙ্গে মিল হল আজ আমার মনের সঙ্গে।
কত রূপে দেখছি তোকে রূপের নেইতো শেষ
তুই যে আমার উজান ভাটির সোনার বাংলাদেশ। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.