আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার ৩ দেহরক্ষী বরখাস্ত

নেদারল্যান্ডে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এর আগে ঝামেলা বাঁধালেন তার তিন দেহরক্ষী। একটি হোটেলের বলরুম থেকে ওই তিনজনকে আবিষ্কার করা হলো মাতাল অবস্থায়।

এই ঘটনার পর ওই তিন দেহরক্ষীকে ছাড় দেননি ওবামা। নিয়ম ভঙ্গের অভিযোগে তাদের চাকরি থেকে সাময়িক অব্যাহতি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, তিন দেহরক্ষীর ভেতর একজনকে মাতাল অবস্থায় আমর্স্টাডামের একটি হোটেলের বলরুমে পাওয়া যায়।

গোয়েন্দা বিভাগের মুখপাত্র এড ডনোভান বলেন, 'ওবামা নেদারল্যান্ডে পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেওয়ার আগেই এই ঘটনা ঘটেছে। নিয়ম ভঙ্গের কারণে ওই তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রেসিডেন্টের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ চলবে না। ’

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটররা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কমিটির চেয়ারম্যান ও ডেমোক্র্যাট সদস্য সিনেটর টম ক্রাপার বলেন, 'এই ঘটনা সম্পর্কে আমাদের আরও জানতে হবে। দেখা যাচ্ছে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা ঠিক মতো দায়িত্ব পালন করছে না। '

অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের মুখপাত্র।

এর আগে ২০১৩ সালে ওবামার নিরাপত্তায় নিয়োজিত দুই এজেন্টকে যৌন কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। এছাড়াও ২০১২ সালে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীকে যৌনকর্মী ভাড়া করার কারণে বরখাস্ত করা হয়েছিল।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।